জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।১১ই জৈষ্ঠ্য ১৩০৬ সালে, ২৪শে মে ১৮৯৯ খৃষ্টাব্দে পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্ম গ্রহণ করেন।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ডাক নাম রাখা হয় দুখু মিয়া।
১৯০৮ খৃষ্টাব্দে কবি কাজী নজরুল ইসলাম পিতৃহারা হন।
পিতা কাজী ফকির আহমদ ও মাতা জাহেদা খাতুন।
১৯৪২ খৃষ্টাব্দের ১০ জুলাই জাতীয় কবি কঠিন রোগাক্রান্ত হয়ে পড়েন।
১৯৭২ খৃষ্টাব্দের ২৪ মে বাংলাদেশ সরকারের বিশেষ আমন্ত্রণে কবিকে তাঁর পরিবার সহ ঢাকায় আনা হয়।
১৯৭৬ খৃষ্টাব্দের ২৯শে আগষ্ট,০২রমজান ১২ই ভাদ্র ১৩৮৩ বাংলা, রবিবার সকাল ১০টা ১০মিনিটে ঢাকার পিজি হাসপাতালে জাতীয় কবি ইন্তেকাল করেন।
সেদিনই বিকেলে জাতীয় কবির রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়।
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই।।
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
১৯৭৬ খৃষ্টাব্দের ২৯শে আগষ্ট,০২রমজান ১২ই ভাদ্র ১৩৮৩ বাংলা, রবিবার সকাল ১০টা ১০মিনিটে ঢাকার পিজি হাসপাতালে জাতীয় কবি ইন্তেকাল করেন।
সেদিনই বিকেলে জাতীয় কবির রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়।
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই।
যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই।।
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে,
পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন