Acid Nitricum.
Homeopathy Medicine.
Homeopathy Medicine.
হ্যানিম্যান বলিয়াছেন, পুরাতন কাসির সহিত উদরাময় থাকিলে এই ঔষধ উপকারী।
ডাঃ হেম্পল বলিয়াছেন, রোগীর দেহে গন্ডমালা উপদংশ ও পারদ দোষ থাকিলে এই ঔষধ তাহার পক্ষে অমৃততুল্য। বালক-বালিকাদিগের কৌশিক(কুল/বংশ সম্বন্ধীয়) উপদংশে এই ঔষধ বিশেষ কার্যকরী।
ডাঃ জার এই ঔষধের উচ্চ শক্তি ও নিম্ন শক্তি উভয় শক্তিই বাঘীতে ব্যবহার করিতে উপদেশ দেন।
ডাঃ রিঙ্গার উপদংশ ( সংক্রামক যৌন রোগ,ফেরঙ্গ রোগ Syphilis) ক্ষতে এই ঔষধ আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রয়োগ করিতে উপদেশ দেন।
ডাঃ ডানহাম বলেছেন, উপদংশ চাপা পড়িয়া পুঁজ যুক্ত চোখ উঠা বা আইরাইটিস হইলে এই ঔষধ বিশেষ কার্যকরী।
ডাঃ হেলমাথ বলেছেন, মলদ্বারের বিদারণে অন্যান্য ঔষধ বিফল হইলে এই ঔষধে উপকার দর্শে(মল ত্যাগের পর অতিশয় জ্বালা-যন্ত্রণা)।
ডাঃ অ্যালেন বলেছেন, ক্যাল্কেরিয়া,হিপার, মার্কুরিয়াস, নেট্রাম কার্ব, পালসেটিলা ও থুজার পর নাইট্রিক এসিড হোমিওপ্যাথি ওষুধ ভালো কাজ করে ক্যালি কার্বের পর এই ঔষধ আশ্চর্য আয়োগ কর ফল দেয়।
তথ্যসূত্র- [azadqn@gmail.com].
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন