RH

১৮ আগস্ট ২০১৯

এসিড হাইড্রোসিয়ানিক - হোমিওপ্যাথি ঔষধ।

Up
Acid Hydrocynicum.
Homeopathy Medicine.


ডাঃ ক্লাক বলেছেন, এই ঔষধ সিলিয়ারী গ্রন্থীতে (pertaining to the eyelid অক্ষিপট সংক্রান্ত) গ্রন্থীতে ক্রিয়া প্রকাশ করিয়া অন্ত্রের আক্ষেপ ও শুল উৎপাদন করে। কোন সাংঘাতিক রোগের আক্রমণে যখন জীবনীশক্তির লোপ পাইয়ে বসে, নিঃশ্বাস-প্রশ্বাস  যখন অতি দীর্ঘ ও ধীরে বহিতে থাকে মল-মুত্রাদি যখন বন্ধ হইয়া যায় তখন কার্যকরী।

এখানে দেখুন- bit.ly/2YyNZYL

ডাঃ হিউজেস বলেছেন, হঠাৎ অজ্ঞান হইয়া পড়া , হাত-পা বাঁকা হইয়া যাওয়া, দাঁত লাগা, মুখে ফেনা উঠা প্রভৃতি লক্ষণে ও যে কোনো প্রকার অজ্ঞানতায়  এই ঔষধ টি আশু উপকারক। মৃগী রোগ জনিত আক্ষেপে এসিড হাইড্রোসিয়ানিক অব্যর্থ অমোঘ ঔষধ।

ডাঃ মুর ধনুষ্টঙ্কার রোগে এই ঔষধের সূখ্যাতি করিয়াছেন।

ডাঃ সালজার বলেছেন, কলেরায় কয়েকবার বাহ্যে বমি হইবার পর যখন নাড়ী লোপ পায় তখন এই ঔষধ সর্বশ্রেষ্ঠ।

ডাঃ মহেন্দ্র লাল সরকার বলেছেন, কলেরার পতনাবস্থায় হঠাৎ নাড়ী ছিড়িয়া গিয়া রোগীর সমস্ত শরীর বরফের ন্যায় ঠান্ডা সেই সঙ্গে চক্ষু স্থির, চোখের তারা প্রসারিত একদৃষ্টে তাকাইয়া থাকা শ্বাস-প্রশ্বাসে ভয়ানক কষ্ট তখন এই ঔষধ উপযোগী।

তথ্যসূত্র- [azadqn@gmail.com].

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন