RH

২৮ আগস্ট ২০১৯

জরিপ - শিকল।



স্কেল।

কোন কিছুর পরিমাণ বা পরিমাপ করাকে জরিপ বলে।

যে জরিপ কাজে ভুমির উপরিস্থ রেখার দৈর্ঘ্য পরিমাপের জন্য শিকল ব্যবহার করা হয় তা শিকল জরিপ। শিকল জরিপ খুব সুক্ষ জরিপ এবং এ জরিপে যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হয়। মূলত সব জরিপেই অনান্য যন্ত্রের সাথে শিকল ব্যবহার করা হয়।

শিকল Chain- Gunters Chain এর দৈর্ঘ্য ৬৬ফুট বা ২২গজ। এটি ১০০লিঙ্কে বিভক্ত। প্রতিটি লিঙ্কের দৈর্ঘ্য ০.৬৬ফুট বা ০৭.৯২ইঞ্চি। শিকল শক্ত লোহা/ইস্পাত দিয়ে তৈরি। শিকলের দুই প্রান্তে দুটি পিতলের হাতল/ধারক থাকে। শিকলের প্রত্যেক ০৭.৯২ অংশকে লিঙ্ক বা শলাকা বলে। বালার সাথে শলাকাগুলো একটির সাথে অন্যটির যুক্ত করা হয়। প্রতি ১০ লিঙ্ক অন্তর অন্তর একটি করে ফলক বা ট্যাগ লাগানো থাকে। এক দাগ/দাঁত বিশিষ্ট ফলকের মান শিকলের উভয় পার্শ্ব হতে ১০ বা ৯০ শলাকা/লিঙ্ক বুঝানো হয়। দুই দাঁত বিশিষ্ট ফলক ২০  বা ৮০ লিঙ্ক, তিন দাঁত  বিশিষ্ট ফলকের মান ৩০ বা ৭০ লিঙ্ক বুঝানো হয়। শিকলের মাঝখানে যে ফলক থাকে তা গোল আকৃতির তার মান ৫০ লিঙ্ক বা শলাকা। গান্টার শিকল ভুমি জরিপে ব্যবহার হয়।

ইঞ্জিনিয়ারিং চেইন Engineering Chain এর দৈর্ঘ্য একশত ফুট একশত লিঙ্কে বিভক্ত। প্রতি লিঙ্ক এর দৈর্ঘ্য একফুট। ইঞ্জিনিয়ারিং চেইন পৌর জরিপ কাজে ব্যবহৃত হয়।

ভুমি জরিপে সাধারণত অতি পুরাতন চেইন ব্যবহারে কিছু সমস্যা পরিলক্ষিত হয় বালাক্ষয়ে বেড়ে যায় প্লাষ্টিক ফিতাও/Tape তাই।

তথ্যসূত্র- [azadqn@gmail.com/ Survey Diary]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন