RH

২৭ আগস্ট ২০১৯

বি,এস খতিয়ান।



কোন কিছুর পরিমাণ বা পরিমাপ করাকে জরিপ বলে।

জোনাল জরিপ- এস,এ জরিপ হওয়ার পর ১৯৬৬ খৃষ্টাব্দে ০৬টি বৃহত্তর জেলার জরিপ হয়। এ জরিপ চলমান থাকা অবস্থায় পরবর্তীতে অর্থাৎ ‌‌‌১৯৮৫ খৃষ্টাব্দের পর ১০টি বৃহত্তর জেলায় জরিপ কাজ শুরু হয়। এ জরিপে সৃষ্ট খতিয়ান কে বি,এস খতিয়ান বলে। কেহ কেহ আবার এ খতিয়ান কে আর,এস খতিয়ানও বলে। এ খতিয়ান কে বাংলাদেশ সার্ভে (বি,এস) খতিয়ান বলাই ভালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন