RH

১৮ আগস্ট ২০১৯

আর্সেনিক আয়োড

Arsenic Iodatum.
Homeopathic Medicine.

ডাঃ কেন্ট বলেছেন, সমস্ত রোগী অপেক্ষা আর্সেনিক রোগীকে ভয়ানক বদ মেজাজি দেখা যায়, তাহাকে কোন প্রশ্ন করিলে তাহার মুখ বিরক্তিব্যঞ্জক হয় ও উত্তর দিতে চাহেনা। অনবরত কার্য্যের তালিকা বদলান তাহার স্বভাব।

এখানে দেখুন- bit.ly/2Mtqgmv

এই ঔষধের যক্ষাকাশ ও স্বরভঙ্গের সহিত যন্ত্রণা যুক্ত কাসি,পীতবর্ণ পুঁজের ন্যায় থকথকে গয়ার, তৎসহ হৃদ যন্ত্রের দূর্বলতা ও শীর্ণতা থাকে।
জরায়ুর ক্যান্সার(রোগীনিকে),ডিম্বকোষ প্রদাহ ওস্ফীতি
আর্সেনিক দ্বারা আরোগ্য হয়। শ্বেত প্রদর রোগেও ইহা অমূল্য ঔষধ।
আর্সেনিক মুত্র ও মুত্র গ্রন্থীর উপর গভীর ভাবে ক্রিয়া করে। পুনঃপুনঃ মূত্র প্রবৃত্তি, ফোঁটা ফোঁটা করিয়া মূত্র পড়ে, কোরল্ড রোগ এবং অন্ডের কাঠিন্য আর্সেনিক আরোগ্য করে।


ডাঃ অ্যালেন বলিয়াছেন, আর্সেনিক দ্বারা পুরাতন নিউমোনিয়া এবং বিবিধ প্রকারের রোগ আরোগ্য লাভ করিয়াছে। যক্ষ্মা রোগে অতিশয় দূর্বলতা ও নৈশ্য ঘর্ম ইহার নির্ণায়ক লক্ষণ, ফুসফুসে গহবর উৎপন্ন হইলে বা হইবার উপক্রম হইলেও আর্সেনিক ব্যবহার্য্য।

ডাঃ হিউজেস বলেছেন, অত্যন্ত গাত্র তাপ, শুস্ক কাসি, রক্ত শুণ্যতা, শরীরের ক্রমবর্ধমান ক্ষয়, শ্বাস কষ্ট, হৃদ স্পন্দন, উদরাময়, আহারে অনিচ্ছা, গাত্রদাহ প্রভৃতি লক্ষণ যুক্ত যক্ষা  রোগে আর্সেনিক ব্যবহার্য্য।

ডাঃ ক্লাক বলেছেন, ক্ষয়রোগ ধাতু বিশিষ্ট রোগীর জন্য আর্সেনিক মহৌষধ।

ডাঃ বোরিক বলেছেন, যক্ষারোগে যেখানে অত্যাধিক দূর্বলতা, দ্রুত ও অনিয়মিত নাড়ী, জ্বর এবং ঘামের পরে জীর্ণ-শীর্ণ হওয়া, সেই সঙ্গে উদরাময় হইবার উপক্রম, পুরাতন নিউমোনিয়ার সহিত ফুসফুসে স্ফোটক, মৃদু প্রকৃতির জ্বর এবং নৈশ্যঘর্ম থাকে সেখানে আর্সেনিক ফলপ্রদ ঔষধ।

ডাঃ ফ্যারিংটন বলেছেন, নিঃশ্বাসে অত্যন্ত দূর্গন্ধ সঙ্গে জ্বর, ঘুম ঘুম ভাব, ঘুমে চমকাইয়া উঠা, হাত-পা কাঁপা, কেঁদে উঠা প্রভৃতি লক্ষণে আর্সেনিক উপকারী। ইহাতে ডিপথেরিয়ার মেমব্রেন খানি ময়লা ও তাহাতে ক্ষত হয় আর জ্বরে নাড়ী অত্যন্ত দ্রুত অথচ দূর্বল ( সকল লক্ষণ আর্সেনিকে নির্দিষ্ট)। এই সকল লক্ষণের সহিত গলার বীচি যদি ফোলে তাহা হইলে আর্সেনিক আয়োড অধিকতর ফলপ্রদ।

ডাঃ হেল বলেছেন, ইনফ্লুয়েঞ্জা এর সহিত যদি কেবল শীত বা কেবল উত্তাপ বর্তমান থাকে এবং শীত ভাব যদি কেবল পৃষ্ঠ দেশেই অনেক অনুভুত হয় তাহা হইলে আর্সেনিক আয়োডের সহিত জেলসিমিয়ম পর্যায় ক্রমে ব্যবস্থা করিলে রোগ তরায় উপশমিত হয়।
হে ফিভার বা সর্দির সহিত হাঁপ ও জ্বর-সর্দি, ঘাম দূরগ্ধ যুক্ত, কর্ণিয়ার ক্ষত, যক্ষা রোগীর উদরাময়ে মলদ্বারে জ্বালা ও হাজিয়া যায় তবে আর্সেনিক ব্যবহার্য্য।

তথ্যসূত্র-[azadqn@gmail.com]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন