এখানে দেখুন- bit.ly/2GChZIU
পাঁচ টি গড় নিয়ে পঞ্চগড়।
মিরগড়।
রাজনগড়।
হোসেনগড়।
ভিতর গড়।
দেবনগড়।
ছোট বড় আরও অনেক গড় আছে পঞ্চগড়ে। গড় বলতে উঁচু স্থান মাটির ঢিবি বা ইট সুড়কির। রেল স্টেশনে নয়নি বুরুজ আর তেঁতুলিয়া মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে দেখা যায় সর্বোচ্চ হিমালয়-কাঞ্চন জঙ্ঘা।
পাঁচটি গড় নিয়ে পঞ্চগড় আবার পাঁচটি উপজেলা নিয়েও পঞ্চগড়। এই পাঁচটি উপজেলায় আছে পঞ্চগড়ের কিছু দর্শনীয় স্থান কিছু প্রাকৃতিক ও কিছু মানুষের সৃষ্টি।
এখানে দেখুন- bit.ly/2Mtqgmv
মিরগড়ের ইতিহাসে জানা যায় অতি উঁচু ও সম্ভান্ত পরিবারের মির মহোদয়ের পুত্রের শারীরিক অসুস্থতার কারণে মির সাহেব করতোয়া নদীর তীরে একটি কেল্লা তৈরি করে দেন সেটিই পরবর্তীতে মির সাহেবের কেল্লা/মিরগড় নামে পরিচিত হয়-জনশ্রুতি। বাস্তবে আমি মিরগড়ের ধ্বংসাবশেষের কিছু অংশ দেখেছি যা পরবর্তীতে করতোয়া নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বর্তমানেও মিরগড়ের পরিবেশ বেশ চমৎকার নদীর তীর সুন্দর করে বালু, সিমেন্ট ও পাথরের বল্ক দিয়ে বাঁধানো সেই বাঁধানো পাড়ে হাঁটতে হাঁটতে দুর আকাশে তাকালে মাটিফুরে উঁচু দাঁড়িয়ে থাকা হিমালয়ের কিছু অংশ দেখতে দেখতে হিমেল হাওয়ায় শরীর মন চাঙ্গা হয়ে ওঠে।
এখানে দেখুন- bit.ly/33NprLg
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন