বাংলা কম্পাসের ভাগচক্র বাস্কের সাথে লাগানো থাকে বাস্কটি যখন ঘুরানো হয় তখন ভাগচক্রও বাস্কের সহিত ঘুরিয়ে যায় কিন্তু কম্পাসের উত্তর কাটা স্থির ভাবে থাকে। বাংলা কম্পাসকে সার্ভেয়ার কম্পাস বলা হয়।
প্রিজমেট্রিক কম্পাসের ভাগ্যচক্র উত্তর শলাকার সঙ্গে আঁটা থাকে যখন বাস্কটি ঘুরানো হয় তখন ভাগচক্রও বাস্কের সঙ্গে ঘুরিয়ে যায় না কিন্তু উত্তর শলাকা স্থির ভাবেই থাকে।
লেভেলিং যন্ত্রের সঙ্গে সংযুক্ত কম্পাস, নর্থ কম্পাস বিভিন্ন প্রকার কম্পাস রয়েছে ভ্রমন সুবিধার জন্য এখন ট্রাভেল ব্যাগে ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ট্রাভেল ব্যাগে কম্পাস সংযুক্ত করে দিচ্ছেন তারপরও সমস্যা মনে করলে দিনের সূর্য ও 🌃 রাতে চাঁদ ও অসংখ্য তারা GPS রয়েছে দিক নির্দেশনার জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন