RH

২৪ আগস্ট ২০১৯

সি,এস খতিয়ান।




কোন কিছুর পরিমাণ বা পরিমাপ করাকে জরিপ বলে।

সি,এস ( ক্যাডাস্ট্রল সার্ভে) ১৮৮৫ খৃষ্টাব্দের  বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের আলোকে ১৮৮৮ খৃষ্টাব্দে  জরিপ শুরু হয়, পরে ১৮৮৯ খৃষ্টাব্দ থেকে সত্যিকার ভাবে এ জরিপ শুরু হয়। এ জরিপ সি,এস জরিপ নামে পরিচিত। ১৯৪০ খৃষ্টাব্দ পর্যন্ত এই জরিপ চলে এবং দিনাজপুর জেলায় সি,এস জরিপ কার্যক্রম সমাপ্ত করা হয় । এ সময় জরিপ করে যে নক্সা ও খতিয়ান প্রস্তুত করা হয় তাকে সি,এস রেকর্ড বলে। বর্তমান এ পর্যন্ত ভূমি নিয়ে কোন বিরোধ দেখা দিলে সি,এস খতিয়ান ও নক্সা পর্যালোচনা করতে হয়। এ কারণে প্রত্যেক ব্যক্তিরই ‌‌‌‌‌উচিৎ সি,এস রেকর্ড থেকে এ পর্যন্ত সকল প্রকার দলিল সংগ্রহে রাখা।

ম্যাপে স্যাটেলম্যান্ট অফিসার এর স্বাক্ষর-


তথ্যসূত্র- [azadqn@gmail.com].

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন