কোন কিছুর পরিমাণ বা পরিমাপ করাকে জরিপ বলে।
যে বিদ্যার সাহায্যে কতকগুলো নির্ধারিত বিন্দু ও লেখা হতে পৃথিবীর উপরিস্থ বিভিন্ন বস্তুর পরস্পরের আপেক্ষিক স্থান নির্ণয় করা যায় তাকে জরিপ বিদ্যা বলে।
ভুমি বন্টন ব্যবস্থার জন্য জরিপের প্রয়োজন। ভুমি জরিপ প্রশিক্ষণের মাধ্যমে জমি-জমা সংক্রান্ত উত্তরাধিকার সূত্রে কার কি অংশ প্রাপ্য সে সম্বন্ধে আইন সঙ্গত বাস্তব ও সঠিক জ্ঞান লাভ করা যায় এবং ভাগ বন্টনের মার্ধ্যমে নিজ স্বত্বের সীমানার সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়।
কম্পাস, চেইন, প্লেন টেবিল সার্ভে, এটাস্ট্রেশন, খানাপুরি ড্রয়িং ও ট্রেসিং, ফারায়েজ, স্থানীয় মাপ, বিঘা,কাঠা, নস্কা, পর্চা ও দলিল, একর শতাংশ ও ক্ষেত্রফল সম্বন্ধীয় চুরান্ত কালি ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট জ্ঞান ও নিজ নিজ সম্পত্তি রক্ষণাবেক্ষণে জরিপ বিদ্যার জ্ঞান অর্জন বিশেষ প্রয়োজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন