RH

২৬ আগস্ট ২০১৯

এস,এ খতিয়ান।


কোন কিছুর পরিমাণ বা পরিমাপ করাকে জরিপ বলে।

এস,এ (স্টেট এক্যুজিশন) ১৯৫০ খৃষ্টাব্দে জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন জারি হয়। এই আইনের আলোকে ১৯৫৬ থেকে ১৯৬৩ খৃষ্টাব্দ পর্যন্ত একটি জরিপ হয়। এ জরিপের প্রধান উদ্দেশ্য ছিল খাজনা নির্ধারণ। এ জরিপে নক্সার কোন পরিবর্তন হয়নি বিধায় জমি-জমা নিয়ে কোন্দল বেড়েছে। এ সময়ের সৃষ্ট খতিয়ান কে এস,এ খতিয়ান বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন