RH

১৩ সেপ্টেম্বর ২০১৯

মিল কারখানা পঞ্চগড়

মিল-কারখানা স্থাপনের জন্য প্রকৃতি ও পরিবেশ অনুযায়ী পঞ্চগড় মিল-কারখানা স্থাপনের ভালো জায়গা। কারখানার ও মিলের উৎপাদিত পণ্য পরিবহনের জন্য যোগাযোগ ব্যবস্থা, কারখানার শ্রমিক, জ্বালানি ও বৈদ্যুতিক ব্যবস্থা, মিলের জন্য পানির ব্যবস্থা সবই সহায়ক। মিল-কারখানা স্থাপনের প্রারম্ভিক মুলধন ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য আছে বেশকিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক। মিল-কারখানার পণ্য, কলকব্জা-যন্ত্রপাতি আমদানি-রপ্তানির জন্য আছে বাংলাবান্ধা স্থল বন্দর।

মিল
চিনিকল 


এখানে দেখুন- bit.ly/2kN0Zb8



বর্তমানে যে সব শিল্প-প্রতিষ্ঠান পঞ্চগড়ে রয়েছে-

ক্ষুদ্র শিল্প কারখানার জন্য রয়েছে বিসিক শিল্প নগরী পঞ্চগড়। চিনিকল ও ট্রাক টার্মিনাল সংলগ্ন।
চিনিকল- পুরাতন পঞ্চগড়,ধাক্কামাড়া, পঞ্চগড়।

এশিয়া ডিষ্টিলারী- পুরাতন পঞ্চগড়,ধাক্কামাড়া, পঞ্চগড়।

খাম্বা লিমিটেড- গোয়ালপাড়া, পঞ্চগড়।

জেমকন লিমিটেড গ্রুপ- কমলাপুর,ধাক্কামাড়া,পঞ্চগড়।

জেমজুট- গাইঘাটা,বোদা, পঞ্চগড়।

সুপ্রিয় জুটমিল- গাইঘাটা, পঞ্চগড়।

কাজী ফার্মস গ্রুপ- আঞ্চলিক অফিস মসজিদ পাড়া, পঞ্চগড়।

করতোয়া চা কারখানা- জগদল, পঞ্চগড়।

চা কারখানা- হেলিপ্যাড,জগদল, পঞ্চগড়।

মৈত্রী চা কারখানা- হেলিপ্যাড,জগদল, পঞ্চগড়।

নর্থ বেঙ্গল চা কারখানা- হেলিপ্যাড,জগদল, পঞ্চগড়।

সবুজ এগ্রো- গোয়ালপাড়া, পঞ্চগড়।

স্যালিল্যান চা কারখানা- কাজীর হাট, ভিতরগড়, পঞ্চগড়।

ডাহুক চা কারখানা- মাঝিপাড়া, তেঁতুলিয়া, পঞ্চগড়।

বাংলা চা কারখানা- তেঁতুলিয়া, পঞ্চগড়।

মীনা চা কারখানা- শালবাহান, তেঁতুলিয়া, পঞ্চগড়।

অ্যাকুয়া ব্রিডার্স- মাঝিপাড়া, তেঁতুলিয়া, পঞ্চগড়।

জেমকন লিমিটেড (পাথর) - ভজনপুর, তেঁতুলিয়া, পঞ্চগড়।

এগ্রিটেক(খুঁটি) সাহেব বাজার, কাজী পাড়া, পঞ্চগড়।

গ্লোব শিল্প পরিবার- মাঝিপাড়া, তেঁতুলিয়া, পঞ্চগড়।

অটো রাইস মিল- জালাসী, পঞ্চগড়।

পটেটো চিপস কারখানা- দেবীগন্জ, পঞ্চগড়।

আরও কিছু শিল্প প্রতিষ্ঠান প্রস্তাবিত ও কনস্ট্রাকশন প্রক্রিয়ায় রয়েছে। এসব মিল কারখানা প্রতিষ্ঠানের মালিক অধিকাংশই পঞ্চগড়ের বাইরের দেশের বিভিন্ন অঞ্চলের। এক মালিকানা কারবারি প্রতিষ্ঠান পঞ্চগড়ে খুব কমই আছে।

এখানে দেখুন-bit.ly/2kO0FJn