English Clock Co. |
ঘড়ি- সময় নিরুপক যন্ত্র।
দেওয়াল ঘড়ি- দেওয়ালে ঝোলানো ঘড়ি।
পেটা ঘড়ি- পিটিয়ে বাজানো হয়-এমন ঘড়ি।
ঘড়ির কাঁটা- ঘড়ির ধাতব সূচী।
ঘন্টা- ষাট মিনিট সময়।
মিনিট- সময়ের পরিমাপ, ৬০ সেকেন্ড সময়।
সেকেন্ড- মিনিটের ৬০ ভাগের এক ভাগ।
চিত্রের দেওয়াল ঘড়ি অনেক পুরনো। হাতে বানানো। দাদির বাড়িতে পড়েছিল নিয়ে এসে মেরামত করা হয়। স্প্রিং নষ্ট হয়ে ছিল, ভেঙ্গেছিল। এ ঘড়িটির দুটো অংশ। দুই বার স্প্রিং এর চাবি ঘুরাতে হয় সময় এর জন্য এবং ঘন্টার জন্যে। প্রতিটি ঘন্টায় ডংডং করে শব্দ হয়। এখনো চলছে তবে বাজনা বাজে না।
চলন্ত ঘড়ির শব্দ-
চলন্ত ঘড়ির শব্দ-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন