RH

০১ অক্টোবর ২০১৯

হোটেল সমুহ পঞ্চগড়

খাবার খেতে সবাই কে হয় দিনে কতবার সে হিসেব নিজের কখনো বাড়িতে বাইরে হোটেল রেস্টুরেন্টে। বাইরে খেতে রেস্ত লাগে। বাড়ির খাবার রুচিশীল রহমতে পরিপূর্ণ মায়ের হাতের রান্না সবারই প্রিয় অবর্তমানে খেতে বসে কান্না। গৃহিণী পরিবারের কর্ত্রী, কর্তার মর্জি যা এনে দিবেন তাই রেঁধে খাওয়াবে এবং রাঁধুনির গুনে খাবার হয় অমৃত। রেস্তোরাঁ যেখানে মূল্য দিয়ে খাবার খেতে হয়। পান্থশালা অনেক আছে পঞ্চগড়ে আছে ছোট ছোট চায়ের দোকান অলিতে-গলিতে। পঞ্চগড়ের মিলগেট বাজার থেকে শুরু করে, ধাক্কামাড়া গোল চত্বর, বাসটার্মিনাল, রেলওয়ে স্টেশন, করতোয়া ব্রীজ পার হয়ে ডানে সিনেমা হলের আশেপাশে বেশ কয়েকটি হোটেল এবং বামে তেঁতুলিয়া রোডে বড় বড় কিছু খাবার হোটেল রয়েছে। আবাসিক হোটেল-মোটেল পঞ্চগড়ে আছে। বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতিনিয়ত পণ্য পরিবহন, চিকিৎসা ও ভ্রমণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এসব হোটেলে অবস্থান করছেন। পঞ্চগড়ের খাবার হোটেলের খাবার মানসম্মত। গরম পানীয় চায়ের জন্য বিখ্যাত পঞ্চগড়। বহু চা কারখানা,চা-বাগান আছে পঞ্চগড়ে। 
Restaurants
হোটেল
হোটেল ব্যবসা সম্পর্কে মুরুব্বিদের কথা থেকে জানা যায় একটি দেশের রাষ্ট্রপ্রধান এর অদক্ষতায় দেশকে রক্ষা করা যায় দেশের আভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে কিন্তু একটি হোটেল এর অব্যবস্থাপনায় হোটেলটি রক্ষা করা যায় না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন