কাবাব চিনি গুল্ম দেখতে অনেকটা গোলমরিচ এর মতো তবে কাবাব চিনির বোটা লম্বা। হোমিওপ্যাথি ঔষধ কিউবেবাই কাবাব চিনি। কিউবেবা রোগীর কার্যকলাপ পাগলের মতো। যা সামনে পায় তাই পা ভেঙ্গে ফেলে। অন্যকে আঘাত করে, গায়ে থুথু ও কামড়ে দেয়, গালি দেয়। রোগীর স্নায়ুবিক উত্তেজনা অত্যাধিক অল্পতেই ভয় পায়, ঘুমের মধ্যে হঠাৎ জেগে উঠে বসে কিছু কথা বলে আবার গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। কিউবেবা রোগীর শরীর চুলকায় উদ্ভেদ বাহির হয়, উদ্ভেদ গুলি লাল ছোট ছোট উরু সন্ধি স্থলে, মুখের উপর, মুখে অসংখ্য কালো কালো ব্রণ বাহির হয় তীব্র ব্যথা ব্রণ চাপলে ব্রণের ভিতরের অংশ বের হয়ে আসে যন্ত্রণায় ছটফট করে। কিউবেবা রোগীর পুরুষাঙ্গের উপর পুঁজ পূর্ণ গুটি বা উদ্ভেদ এবং মুত্রদ্বার পুঁজে জড়িয়ে থাকে।
ডাঃ ন্যাস বলেছেন, প্রমেহ রোগের প্রথম অবস্থায় অন্যান্য ঔষধ সেবনে কিছু উপশম হওয়ার পর প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ও প্রস্রাবদ্বার দিয়ে গাঢ় হলুদ বর্ণের পূজের ন্যায় রস বের হলে কিউবেবা ব্যবহার্য্য।
কিউবেবা রোগীর মুত্রনলি থেকে প্রচুর পরিমাণে শ্লেমা বের হয়। লিঙ্গ ফুলে যায়,দৃঢ় হয় ও অস্বাভাবিক উপায়ে কামপ্রবৃত্তি চারিতার্থ করার ইচ্ছা করে। প্রস্রাবের পর মুত্র ঝিল্লিতে অত্যাধিক জ্বালা যন্ত্রণা এবং কাপড়ে দাগ লাগে।
স্ত্রী রোগে মুত্রনলি ও যোনিদেশের প্রদাহে তীব্র বেদনা। প্রদর স্রাব অত্যাধিক হলুদ বর্ণের অত্যন্ত ক্ষতজনক ও দূর্গন্ধ যুক্ত। অত্যন্ত বমনেচ্ছা, ঋতু নিদৃষ্ট সময়ের আগে প্রকাশিত হয়। বালিকাদের খুব প্রবল প্রদর স্রাব।
কাবাব চিনি জিবনীশক্তি সতেজ রাখে,যকৃৎ ও পাকস্থলী সুস্থ রাখে,গলা ব্যথা ও মাথা ব্যাথা সাড়ায়, গ্যাসের সমস্যা দূর করে পাইলসের সমস্যা বিতারিত করে। প্রমেহ,মুত্রে অন্ডলাল ,মুখক্ষত,ঘুংড়ি কাসি, কলেরা, রক্ত আমাশয়, শয্যা মুত্র, মেহ, অন্ত্র-বৃদ্ধি, অন্ড কোষপ্রদাহ, বাত এবং যৌন শক্তি বৃদ্ধিতে কাবাব চিনি Piper Cubeba/ Tailed Peppers কার্যকরী।
ডাঃ ন্যাস বলেছেন, প্রমেহ রোগের প্রথম অবস্থায় অন্যান্য ঔষধ সেবনে কিছু উপশম হওয়ার পর প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ও প্রস্রাবদ্বার দিয়ে গাঢ় হলুদ বর্ণের পূজের ন্যায় রস বের হলে কিউবেবা ব্যবহার্য্য।
কিউবেবা রোগীর মুত্রনলি থেকে প্রচুর পরিমাণে শ্লেমা বের হয়। লিঙ্গ ফুলে যায়,দৃঢ় হয় ও অস্বাভাবিক উপায়ে কামপ্রবৃত্তি চারিতার্থ করার ইচ্ছা করে। প্রস্রাবের পর মুত্র ঝিল্লিতে অত্যাধিক জ্বালা যন্ত্রণা এবং কাপড়ে দাগ লাগে।
কাবাব চিনি |
স্ত্রী রোগে মুত্রনলি ও যোনিদেশের প্রদাহে তীব্র বেদনা। প্রদর স্রাব অত্যাধিক হলুদ বর্ণের অত্যন্ত ক্ষতজনক ও দূর্গন্ধ যুক্ত। অত্যন্ত বমনেচ্ছা, ঋতু নিদৃষ্ট সময়ের আগে প্রকাশিত হয়। বালিকাদের খুব প্রবল প্রদর স্রাব।
কাবাব চিনি জিবনীশক্তি সতেজ রাখে,যকৃৎ ও পাকস্থলী সুস্থ রাখে,গলা ব্যথা ও মাথা ব্যাথা সাড়ায়, গ্যাসের সমস্যা দূর করে পাইলসের সমস্যা বিতারিত করে। প্রমেহ,মুত্রে অন্ডলাল ,মুখক্ষত,ঘুংড়ি কাসি, কলেরা, রক্ত আমাশয়, শয্যা মুত্র, মেহ, অন্ত্র-বৃদ্ধি, অন্ড কোষপ্রদাহ, বাত এবং যৌন শক্তি বৃদ্ধিতে কাবাব চিনি Piper Cubeba/ Tailed Peppers কার্যকরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন