RH

০৩ অক্টোবর ২০১৯

করলার উপকারিতা

হোমিওপ্যাথি ঔষধ মোমর্ডিকা কারেন্টিকা করল্লা থেকে প্রস্তুত। করল্লা এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ। ইহা রান্নায় সব্জি হিসেবে ব্যবহার করা হয়। Balsam pear, Alligator pear, Bitter gourd,Bitter cucubar উচ্ছে বা করবেল্লী ছোট-বড়'তেতো স্বাদযুক্ত এবং রং কাঁচা অবস্থায় সবুজ পাকলে হলুদ ও বিচী রঙিন লাল। প্রতিদিন কাঁচা করল্লার জুস পান করলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শরীরের বিষ ব্যথা কমে। উচ্ছে কৃমি ও পিত্ত নাশক এবং চর্ম রোগে উপকারী।
Momordica Charntia হোমিওপ্যাথি ঔষধ অর্শ রোগে এর আভ্যন্তরীণ ও বাহ্য প্রয়োগে উপকার হয়। পিত্তাধিক্যের জন্য ✋ হাত পায়ের জ্বালা, সর্বাঙ্গে ব্যথা, বমি বমি ভাব, সর্দি কাশি এবং হামের প্রথম অবস্থায় ইহা বিশেষ উপকারী।
উচ্ছে
করলা
কোষ্টবদ্ধতায় মোমডিকা কারেন্টিয়া মুল শক্তির কয়েক ফোঁটা এবং উদরাময়ে ৬ষ্ঠ শক্তি প্রয়োগে উপকার পাওয়া যায়। হোমিওপ্যাথি ঔষধ হোমিও চিকিসকের পরামর্শ ব্যতীত খাওয়া উচিৎ নয়। হোমিও প্রত্যেকটি ঔষধের ক্রিয়া নাশক এবং পরবর্তী ঔষধ আছে।



তথ্যসূত্র- [azadqn@gmail.com] Homeopathist.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন