RH

০৫ অক্টোবর ২০১৯

Bricks QN

ইমারত তৈরির জন্য ইটের ব্যবহার করা হয়।  ইট তৈরি করা হয় মাটি পুড়িয়ে। সব মাটি থেকে ইট তৈরি হয় না। ইট তৈরি করার জন্য আগে মাটি পরিক্ষা করতে হয়। মৃত্তিকা পরীক্ষাগারে বা কিছু ইট তৈরি করে অন্য কোন ইট তৈরির ভাটি থেকে। ইট তৈরি করার ও পাজা পোড়ার স্থান ইট খোলা/ভাটি ইট পোড়ানোর চুলা। ইট পোড়ানোর চুলা অনেক বড় পর্যায় ক্রমে এ চুলায় লক্ষ লক্ষ ইট পোড়ানো হয়। পাতারীরা মাটি কেটে পরিষ্কার করে কাঁদা বানিয়ে কিছুক্ষণ রেখে সেই কাঁদা বহন করে এনে ইট খোলায় কাঁদা ছাঁচের সাইজের তৈরি করে উপরে হালকা বালু মিশিয়ে ছাঁচে ফেলে ঝাঁকি দিয়ে বসিয়ে ছাঁচ ঘুরিয়ে ছাপ দিয়ে ছাঁচ তুলে কাঁচা কাঁদা মাটির ইট তৈরি করে। সেই ইট রোদে শুকানোর পর নেওয়া হয় ইট পোড়ানোর স্থানে। পোড়ানোর পর অট্টালিকাদি নির্মাণের জন্য চারকোনা আকৃতি আয়তক্ষেত্রের তুল্য মৃত্তিকা খন্ড ইট তৈরি হয়। ঠিকাদারি কাজের পাশাপাশি অনেক মসজিদ-মাদ্রাসা,বসত বাড়ি তৈরিতে ইটের প্রয়োজন অনূভুত হওয়ায় ইট তৈরি ব্যবসা শুরু করেন QN       

- Dinajpur
Panchagar-
QN-66
QN-69
QN-77
QN-85
QN-87

QN একটি নাম কামরুন নাহার স্বত্বাধিকারী আনিছুর রহমান বাড়ি তেঘরা মোল্লাহ পাড়া/ডাক্তার পাড়া,বিরল, দিনাজপুর। পেশায় ছিলেন ঠিকাদার। কামরুন নাহার এর বাড়ি মিরগড় মোমিন পাড়া, পঞ্চগড়। মুলতঃ ঠিকাদারি কাজের সুবিধার জন্য মিরগড়ের মালিপাড়া,আমতলা এবং আহম্মদ নগর-ফুলতলা পঞ্চগড় এলাকায় ইট তৈরির মৃত্তিকা ভালো মানের হওয়ায় ইটভাটা তৈরি করা হয়।
দিনাজপুরে বাড়ি আমাদের মাটির সুন্দর মৃত্তিকা সাদা বৃষ্টিতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো ফসল উৎপন্ন হয় পুকুরের পানি মাটির রঙের রঙিন। মাটি পানি মিশ্রনের তৈরি বাড়ির ঘড়ের প্রবেশ দ্বার একটু নীচু বাপ-দাদারা সবাই লম্বা ছিপছিপে মৌলভী বশীর উদ্দিন আহমেদ এর পুত্র মৌলভী সামসুদ্দীন আহমেদ তিন পুত্রের বাপ আমার তৃতীয় মাদ্রাসার ছাত্র।
অনেক বস্তূকে একটা নির্দিষ্ট আকার দেওয়ার জন্য কাষ্ঠাদি নির্মিত ফ্রেম -ছাঁচ,Mouldফর্মা ইট তৈরির জন্য বানানো হতো ঠাকুরগাঁও এ ঠাকুরগাঁও এর আদি নাম বেশ সুন্দর, ভাল। ১৯৮৪ সালের শেষ দিকে আমাকে আব্বা নিয়ে যায় ঠাকুরগাঁও বিভিন্ন কাজ সেরে হাজী পাড়া মহিলা কলেজের আশেপাশের কাঠ মিস্ত্রীর বাড়িতে ছাঁচ তৈরির জন্য,দেখলাম! আব্বা বললো ছওয়াল টা আসছে তাড়াতাড়ি যাই বাড়ি যাই কারিগরও জানালো ঠিক বলেছেন ভাই টাকা ২৫০/- । ০১হাজার ইট ১৫০০/- মহিষের গাড়ির ভাড়া ২৫০/- ফর্মা-০৬ খানা।