শ্বাস কর্ম- যাহা আবহাওয়া এবং শরীর কোষ গুলির মধ্যে অক্সিজেন এবং কার্বনডাই অক্সাইডের বিনিময় করে। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে অন্তঃশ্বসন এবং বহিঃ শ্বসন, ফুসফুসীয় বিস্তারণ প্রান্ত থেকে রক্তের কাছে অক্সিজেন কে ছড়িয়ে দেওয়া এবং কার্বনডাই অক্সাইড কে রক্ত থেকে ফুসফুসীয় বিস্তারণ প্রান্তে ছড়ানো ও শরীরিয় কোষ গুলির থেকে অক্সিজেন ও কার্বনডাই অক্সাইড কে পরিবহন করা।
Abdominal Respiration প্রধানত তলপেটের পেশী সমুহ এবং উদর ও বক্ষ ব্যবধায়ক Diaphragm পেশীর দ্বারা সম্পাদিত অন্তঃশ্বসন এবং বহিঃ শ্বসন।
Anacrobic Respiration শ্বসন ক্রিয়া,যার মধ্যকার রাসায়নিক প্রক্রিয়া থেকে শক্তি শিথিল করণ করা হয়, যার মধ্যে বিমুক্ত অক্সিজেনের কোন ভূমিকা থাকে না।
Artificial Respiration শরীরের মধ্যে বল প্রয়োগ দ্বারা, বিহ্বল স্নায়ু সমুহে বৈদ্যুতিক তড়িৎ দ্বারা উত্তেজনা সৃষ্টির মাধ্যমে অথবা মুখ থেকে মুখে শ্বসন ক্রিয়া প্রয়োগ মাধ্যমে যে শ্বসন ক্রিয়া করানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন