RH

০৫ নভেম্বর ২০১৯

মাথা ব্যথার ঔষধ

মাথা ব্যথা সবারই হয় মাথা আছে বলেই মাথা ব্যথা হয় এটা ঠিক না বিভিন্ন কারণে এ ব্যথার শুরু হয়। শরীরের ভেতরের অংঙ্গ সমুহের বিশৃঙ্খলার কারণে, দীর্ঘ ক্ষণ রোদে কাজ করার কারণে, দুশ্চিন্তা, অত্যাধিক উত্তেজনা- কুচিন্তা, এবং গ্যাস। আমার এক পরিচিত ব্যক্তি আমার বাসায় প্রায়ই আসতো মেহমান আসলে আমার ঘরেই শোয়ার ব্যবস্থা করা হতো রাতে তিনি ঘুমাতে পারতেননা, বলেছিলাম কি হয়েছে বলতো মাথা ব্যথা জিগ্গেস করলাম গ্যাস আছে বললো না দাঁতে ব্যথা আছে ডাক্তার দেখিয়েছি! 

 কমলা রসালো ফল। মৃত্তিকার বৈশিষ্ট্য অনুযায়ী এ ফল টক ও মিষ্টি হয়। গাছ জাম্বুরা গাছের মতো কিছুটা বড় হয়। ফলনের প্রথম অবস্থায় কমলার রং সবুজ ও পক্ক অবস্থায় স্বনামে রঙিন হয়। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু মূল্য অত্যাধিক হওয়ার কারণে এসব ফল সবার ভাগ্যে সব ফল জুটে না তাই অভাবিদের জন্য আছে গরিবের আপেল টমেটো। ছোট বিদেশি কমলা বাজারে সয়লাব দোকানী নেটের ব্যাগে ঝুলিয়ে রাখে অনেকেই তাকিয়ে থাকে। মাঝারি কমলা হালি-কেজীতে বিক্রি হচ্ছে। পঞ্চগড়ের কমলা নিজ বাড়িতে গাছ ছিল মিষ্টি স্বাদ সুন্দর আকার মোহনীয় ঘ্রাণ। এখন পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় কমলার চাষ হচ্ছে মানুষ উচ্চ মূল্যে তা কিনছে ফল খেয়ে আগে আসা ও পড়ে বিচি ফেলে দিচ্ছে --



হোমিওপ্যাথি ঔষধ অরানশিয়াম Aurantium কমলা লেবুর খোসা থেকে প্রস্তুত। আধ কপালে মাথা ব্যথা-ডানদিকে,সব সময় দাঁতে ব্যথা, দাঁতে পোকা এবং দাঁতের ক্ষয় রোগ,গলা দিয়ে কিছু বের হওয়ার উপক্রম এবং দম বন্ধ হওয়ার লক্ষণ,বুক ধড়ফড়, শরীর শিতল এবং শীত অনুভব লক্ষণে প্রযোজ্য।
পিত্তাধিক্য, রাতে গাত্রে চুলকানি বৃদ্ধি, ঢেকুর উঠা,অজির্ণ রোগেও অরানশিয়াম ৩,৬x শক্তি ব্যবহায্য।