RH

০৫ নভেম্বর ২০১৯

কমলা চাষ পঞ্চগড়

কমলা রসালো ফল। মৃত্তিকার বৈশিষ্ট্য অনুযায়ী এ ফল টক ও মিষ্টি হয়। গাছ জাম্বুরা গাছের মতো কিছুটা বড় হয়। ফলনের প্রথম অবস্থায় কমলার রং সবুজ ও পক্ক অবস্থায় স্বনামে রঙিন হয়। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু মূল্য অত্যাধিক হওয়ার কারণে এসব ফল সবার ভাগ্যে সব ফল জুটে না তাই অভাবিদের জন্য আছে গরিবের আপেল টমেটো। ছোট বিদেশি কমলা বাজারে সয়লাব দোকানী নেটের ব্যাগে ঝুলিয়ে রাখে অনেকেই তাকিয়ে থাকে। মাঝারি কমলা হালি-কেজীতে বিক্রি হচ্ছে। পঞ্চগড়ের কমলা নিজ বাড়িতে গাছ ছিল মিষ্টি স্বাদ সুন্দর আকার মোহনীয় ঘ্রাণ। এখন পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় কমলার চাষ হচ্ছে মানুষ উচ্চ মূল্যে তা কিনছে আগে খোসা ও ফল খেয়ে পড়ে বিচি ফেলে দিচ্ছে---
মাতালদের রাতে কমলা লেবু খাওয়ালে মদ খাওয়ার অভ্যাস থেকে দূরে রাখা যায়। অত্যাধিক মদ্য পানে সাধারণ লেবুর পানি পানে মাতলামি কিছুটা বেড়ে গেলেও কিছুক্ষণ পরে তা স্বাভাবিক হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন