এক ছিল বোকা
গাছে উঠে ডালের আগায় বসে ডাল কাটছে পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে এবং বোকার ডাল কাটা দেখে ব্যক্তিটি বলে পড়বে তো বোকা বলে হুম এংকো মুই কত কাটিছু, যায় কাটা হয়তো অন্য ডাল ধরে। কিন্তু বোকা সেদিন ডাল কাটতে কাটতে পড়ে যায়, পড়ে গিয়ে কোন রকমে উঠে দৌড় সেই ব্যক্তির কাছে এবং বলে তুমরা ত ভাই খুব জ্ঞানী মুই পড়ি বার আগুতে কহে দিলেন আচ্ছা এলা কহেনদিতে মুই কুনদিন মরিম অনেক বলার পর ব্যক্তিটি বলে পাছা দিয়ে যেদিন লাল সুতা বের হবে সেদিন মরবে,,
।
।
।
কিছু দিন পর বোকা মাঠে লাল-সাদা গামছার লেংটি পড়ে কাজ করছে কিছুক্ষণ পর সে খেয়াল করে লাল সুতা এবং সে তা ধরে টানে তা বের হতেই থাকে পাছা থেকে চিন্তা করতে করতে দৌড় সেই ব্যক্তিটির কাছে ভাই মুইত আইজ মইছু, ব্যক্তিটি বলে মরনি ওটা গামছার সুতা বোকা বলে না মুই মইছু
এ
দেখদি
পাছা দে লাল সুতা বাহির হচে
মোক মাটি দেও
ব্যক্তিটি বলে আচ্ছা ঠিক আছে
বোকা কে মাটি দেওয়া হলো
নদীর ধারে বাড়ির পাশে
সারা শরীর মাটির নিচে শুধু নাক আর চোখ খোলা বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো আবছা অন্ধকারে পথিক হেঁটে যায় মানুষের বিষ্টায় পথিকের পা পড়ে আবছা অন্ধকারে একটু উঁচু দেখে বোকার নাকে পথিক পা মুছে বোকার 👃 নাকের দুই ফুটোতে নাক বন্ধ হয়ে যায়,,,,
ব্যক্তিটি লক্ষ্য রাখতে বলে বোকার স্ত্রী কে,,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন