ডাঃ হেরিং বলেছেন, এই ঔষধ আংগুল হারা, দাঁতের ও চোখের নালী ঘা,শিরার স্ফীতি, হাতের তলায় ভিজা ভাব ও সরলান্তের পীড়ায় আরোগ্য কর।
ডাঃ মমেনি বলেছেন, পানীয় জলে ফ্লুরাইড থাকলে গলগন্ড, গলদেশের মাংস স্ফীতি জন্মে, এই ঔষধে তা আরোগ্য হয়।
ডাঃ হিউজেস বলেছেন, জঙ্ঘার(হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত) পুরাতন শিরার স্ফীতি রোগে এই ঔষধ বিশেষ উপকারী।
হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথি ঔষধের ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন