ডাঃ বার্ট বলেছেন,আর্কটিয়াম গাছের পাতার কাথ কিছু দিন ব্যবহার করার পর উগ্র জাতীয় চর্মরোগ আরোগ্য হয়।টিনিয়া ক্যাপিটিস নামক চর্মরোগ যখন শিশুদের কানের পাশে বা মুখে আরম্ভ হয়ে মাথায় ছড়িয়ে পড়ে ও ঘায়ের উপর সাদা চট পড়ে তখন এই ঔষধ কার্যকরী।
জরায়ুচ্যুতি, বন্ধাত্ব্য ও দুগ্ধবৎ মুত্ররোগেও আর্কটিয়াম লাপ্পা প্রাচীন কাল থেকে ব্যবহার করা হয়।
ডাঃ হেল বলেছেন, যাদের বারবার ফোঁড়া হয় তাদের এই ঔষধ সেবন করালে ফড়া হওয়ার প্রবণতা দূর হয়।
ডাঃ ফ্যারিংটন বলেছেন,যে সকল একজিমা সবসময় রসে ভিজে থাকে এবং উপরে সাদা মামড়ি পড়ে এবং সেই সাথে গ্রন্থি ফুলে সেই সব লক্ষণে আর্কটিয়াম লাপ্পা উপযোগী।
হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথি ঔষধের ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ রয়েছে।
হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথি ঔষধের ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন