RH

৩০ জানুয়ারী ২০২০

Arsenicum Alb

ডাঃ আর্নল্ড,ক্রোক্রাম oরিস(মুখক্ষত) রোগে আর্সেনিক এলবাম ৪এক্স চূর্ণ ব্যবহার করতে বলেছেন।
ডাঃ বেয়ার বলেছেন,শোথ ও আমাশয়াদি পীড়ার পর রক্তস্বল্পতা হলে এই ঔষধ ব্যবহারে অল্প দিনের ভিতর রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়।
কলেরার পতনাবস্থায় প্রথমে আর্সেনিক প্রয়োগ করে উপকার না পাইলে কার্বোভেজ প্রয়োগে চমৎকার ফল পাওয়া যায়।
টাইফয়েড জ্বর স্পষ্ট বুঝলে আর্সেনিক প্রযোজ্য।
ডাঃ লিপি ও ডাঃ ন্যাস বলেছেন, টাইফয়েড জ্বরে প্রথম থেকে হোমিওপ্যাথি চিকিৎসা চলিলে আর রক্ত স্রাব হয় না।
ডাঃ ডনহ্যাম বলেছেন, আর্সেনিকের সবিরাম জ্বরে শীতাবস্থা থাকে না (প্রায়)। 
৩এক্স চূর্ণ খালি পেটে।
পাকস্থলী, কিডনি নিম্ন শক্তি ও অন্যান্য অঙ্গে উচ্চ শক্তি।
ডাঃ ক্যান্ট বলেছেন, আর্সেনিক মানুষের প্রত্যেকটি অংঙ্গকে আক্রমণ করে এবং আর্সেনিক সকল বৃত্তিগুলিকে হয় বর্ধিত করে নচেৎ অবসন্ন করে, শরীরের সর্ব প্রকার ক্রিয়াকে উদ্রিক্ত করে অথবা বিশৃঙ্খল করে।
মহিলাদের জরায়ুর ও স্তন গ্রন্থীতে ক্যান্সারে আর্সেনিক একটি অদ্ভুত উপশমকর ঔষধ।
হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথিঔষধের ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন