RH

০১ জানুয়ারী ২০২০

সর্দির ঔষধ

জানুয়ারি মাস ২০২০ শীতের মৌসুম তাপমাত্রা ৬-৭ ডিগ্রি শীতে কাঁপছে পুরো অঞ্চলের মানুষ সূর্যের দেখা পাওয়া যায় না কয়েকদিন কুয়াশার সাথে হিমেল হিমালয়ান বরফ শিতল হাওয়া কাঁপিয়ে দিয়ে যাচ্ছে সকলকে। অনেকেই শীতবস্ত্র বিতরণ করছে আগ্রহে নিচ্ছে দুঃস্থ অসহায় মানুষ জন। জ্বর-সর্দিতে কাঁপছে অহরহ মরছে বয়স্ক-বৃদ্ধগণ-প্রকৃতি।  বাড়ির চারদিকে বিশেষ করে দক্ষিণ দিকে ইউক্যালিপ্টাস গাছ রোপণ মঙ্গলজনক। হোমিওপ্যাথি চিকিৎসায় ইউক্যালিপ্টাস থেকে তৈরিকৃত ঔষধ হচ্ছে ইউক্যালিপ্টাস-গ্লোবিউলাস।
- ডাঃ বার্ণেট প্লীহা রোগীর হৃৎপিণ্ডের পীড়ায় এই ঔষধ ব্যবহার করিতে বলেছেন। ইউক্যালিপ্টাস উৎকৃষ্ট পচননিবারক,দূর্গন্ধ নাশক ও ঘর্মকারক ঔষধ।
- ডাঃ হেল বলেছেন,ইউট্রাসের পীড়ায় দুর্গন্ধ যুক্ত স্রাব থাকিলে ইহা আভ্যন্তরীণ ও বাহ্যিক প্রয়োগে বিশেষ উপকার হয়। তিনি মানব শরীরের বহুবিধ পীড়ায় ইহা অনুমোদন করেন।
- ডাঃ বেরিং বলেছেন,যে সকল জ্বর জীবানুসম্ভুত, অত্যন্ত জটিল সাঁথিয়ায় সারে না, পুনঃ পুনঃ জ্বরের আক্রমণ হয়, জ্বরের সহিত প্লীহা শক্ত ও বড় হয়,সর্ব শরীরে বাতের মত বেদনা হয় সে স্থলে ইউক্যালিপ্টাস-গ্লোবিউলাস উপযোগী।
- ডাঃ এলেন বলেছেন, ইউক্যালিপ্টাস-গ্লোবিউলাস সবিরাম, অবিরাম ও টাইফয়েড জ্বরের ঔষধ ‌।
-মাথায় বেদনা, মাথা ঘোরে, জ্বর-সর্দি,নাক দিয়ে পানি পড়ে নিঃশ্বাস নিতে পারছেন না চার-পাঁচটি ইউক্যালিপ্টাস গাছের কাঁচা পাতা ছিঁড়ে নিন অথবা পড়ে থাকা শুকনো পাতা তুলে নিয়ে হাতে রেখে ডলুন ও পরে সেই পাতা নাকের কাছে নিয়ে নিঃশ্বাস নিন, এরকম দিনে দু-তিন বার করুন সেরে যাবে।
তথ্যসূত্র-[ azadqn@gmail.com ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন