RH

০৩ জানুয়ারী ২০২০

সমুদ্র সৈকত

চোখ ভাল হয় নদীর স্রোতে তাকিয়ে থাকলে এ মুরব্বিদের কথা দৃষ্টিশক্তির প্রখরতা আসে, চোখের রং পরিবর্তন হয় এবং শরীর শীতল হয়। 
ভৌগলিকভাবে বাংলাদেশ দুটি বড় প্রাকৃতিক নিদর্শনের একটি বাংলাদেশের উত্তরে সিমান্তের ওপারের পৃথিবীর সর্ববৃহৎ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পাদদেশে এবং অপরটি নিজ সীমার (দক্ষিণ) নিজ নামে বঙ্গোপসাগরে উপকুলে অবস্থিত।
কক্সবাজার চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এ জেলার আটটি উপজেলা রয়েছে।কক্সবাজার সদর,মহেশখালী,
চকোরিয়া, কুতুবদিয়া,রামু, উখিয়া,টেকনাফ ও পেকুয়া।কক্সবাজারের উত্তরে-চট্রগ্রাম,
দক্ষিণ ও পশ্চিমে-বঙ্গোপসাগর,ল
পূর্বে-বান্দরবান পার্বত্যজেলা ও মায়ানমার।

কক্সবাজার-হলুদ ফুল-পালঙ্কির পৃথিবীর দীর্ঘতম ১৫৫ কিলোমিটার প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত রয়েছে।
সৈকত-সমুদ্র নদী প্রভৃতির বালুকাময় বিস্তৃত তীরভূমি।
পানির স্রোতে তাকিয়ে থাকলে চোখ ভালো হয়।বিশাল জলরাশির সাগর পাড়ের বালিময় সৈকতে হাঁটতে হাঁটতে আপনার কেমন লাগবে যখন হাঁটবেন তখন বুঝতে পারবেন। জোয়ার-ভাটার সাগরের পানিতে সবসময় নামতে নেই কখন নামতে হয় সাগর পাড়ের মানুষেরা তা জানিয়ে দেয়।
নিদৃষ্ট স্থানে জোয়ারের সময় সাগরের পানি ধরে রেখে সৌর তাপের সাহায্যে সাগরের লোনা পানি শুস্ক করে লবণ উৎপন্ন করা হয় কক্সবাজারের বিভিন্ন জায়গায়।
Sea Beach Cox's Bazar Bangladesh.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন