চুল ও নখ কাটার কিছু নিয়ম আছে। মুরুব্বিগন শনিবার ও বুধবার চুল ও নখ কাটতে নিষেধ করেছেন। নখ কিছু নিয়ম ও পদ্ধতি মেনে নিজে নিজেই কাটা যায়। মুখের দাড়ি কাটতে আয়নার সাহায্য নিয়ে নাকের ফুটোয় ধুলো ময়লা রোধের বাড়তি লোমও পরিস্কার করা যায় নিজে নিজেই কিন্তু চুল কাটতে অন্যের স্মরণাপন্ন হতে হয়।
আমাদের প্রথম চুল কাটা এখানে উল্লেখ্য প্রত্যেক নবজাতক স্বীয় আকীকার সাথে বন্ধক থাকে। জন্মের সপ্তম দিবসে তাহার পক্ষ হইতে ছেলের জন্য দুইটি সমবয়সী বকরী ও মেয়ের পক্ষ হইতে একটি বকরী(পশু) যবেহ করা তাহার নাম রাখা ও মাথা মুন্ডন করা বিধেয় এবং মাথা মুন্ডন করিয়া চুলের ওজনের সমপরিমাণ রৌপ্য সদাকা করা।
নাপিত,নরসুন্দর, পরামাণিক-চুল-দাড়ি কাটা বা ক্ষৌর কর্ম করা যার পেশা।
Barbar, Coffeur, Haircutter, Hairdresser,
Barbar, Coffeur, Haircutter, Hairdresser,
Hairtician- A person who cut hair Especially Men's and Shaves or Trims beards as an Occupation.
আমাদের গ্রামে আমরা ছোট বেলায় চুল কাটতাম মাটিতে পিঁড়িতে বসে মাসের নিদৃষ্ট সময়ে নাপিত আসতো পরিবারের ছোট বড় সবাই প্রয়োজন মতো যার যার ক্ষৌর কর্ম করে নিত বিনিময়ে ধান বা চাল দিত। চল্লিশ দিনের একটা নিয়ম আছে চুল কাটার তার আগেই সেটা সেরে ফেলা ভালো সেটা নীচের এবং নিজেকেই করতে হয় তাতে অনেক উপকার।
শহরে আমাদের চুল কাটতো একজন মুসলিম বিহারী উর্দু তে কথা বলতেন তিনি মৃত্যুর পর ছেলেরা সে কাজটি করে খুব ভালো কাটে কতো রকমের স্টাইল, আগে কাটতো ধারালো খুর দিয়ে খুর ধার দেয়ার জন্য চামড়ার বেল্ট ঝুলিয়ে রাখতো তারপর আসলো ব্লেড কতো রকমের ব্লেড আর এখন ইলেকট্রিক মেশিন অল্প সময়ে কাজ শেষ তবে কিছু ক্ষণ অপেক্ষা করতে হয় সিরিয়ালের জন্য। চুল-দাড়ি কাটার পর আগে দিত সেভলন মেশানো পানি,ফিটকিরি এখন দেয় আফটার শেভ লোশন ও আরো কত কিছু দিতে তো হবেই এটাই নরসুন্দরের ব্যবসা,,,,।
শিশু |
তথ্য সূত্র[azadqn@gmail.com]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন