RH

০২ জানুয়ারী ২০২০

আশা

আশা আকাঙ্ক্ষা চাহিদার লক্ষ্য নিয়ে সবাই নিজেদের মধ্যে ভাবতে থাকে সে অনুযায়ী ধীরে ধীরে সময় চলতে থাকে পল,ক্ষণ, সেকেন্ড,মিনিট, ঘন্টা, দিন,মাস,বছর যুগ, শতাব্দী কখনো তা পূর্ণ হয় কখনো তা অপূর্ণই থেকে যায়। পরিচিত জন ও মা বাবার হাততালি তাদের সন্তান দাঁড়াতে পাড়ছে তারপর একপা-দু'পা করে হাঁটতে শেখা একটু পড়ছে উঠে আবার বাড়ানো হাতের দিকে খুশিতে এগিয়ে যাচ্ছে একটু একটু করে বড়োও হচ্ছে পায়ে শক্তি পাচ্ছে শরীর সুন্দর হচ্ছে শিক্ষা পাচ্ছে চোখের সামনে সুন্দর পৃথিবী দেখছে এবং হাটছে থামছে ঘুমাচ্ছে খাচ্ছে সকালে নাস্তা কিছুক্ষণ পর হালকা নাশতা দুপুরে ভাত বিকেলে চা-কফি হাটা রাতেও খাবার ভাবছে এবার ছুটছে অন্য ভাবে দাঁড়াতে যে হবে শ্রমিক-মালিক, কৃষক, ডাক্তার, উকিল, স্থপতি, জ্ঞানী-বিজ্ঞানী,,,,
শিশু
Child

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন