RH

২২ জানুয়ারী ২০২০

এবিসিন্থিয়াম

Abisintthium 
মস্তিষ্কে রক্তাধিক্য, অজীর্ণ, মৃগী, স্নায়ুবিক দুর্বলতা,কান থেকে পুঁজ পড়া, মেরুদন্ডের রক্তাধিক্য এবং সান্নিপাতিক অবস্থায় এই ঔষধ কার্যকরী- ডাঃ ক্লাক।
স্নায়ু রোগ ও মৃগী রোগীর ফীট হওয়ার পূর্বে মাথা ঘুরে, চোখের সামনে কি যেন আছে অনুভূতি, শরীর কাঁপে, দাঁত কিরমির করে, সম্পূর্ণ অচেতন হয় না এরুপ ক্ষেত্রে এই ঔষধ ফলপ্রদ এবং শিশুদের পীড়ায় এই ঔষধ অধিক কার্যকরী- ডাঃ হাবার্ট।
ডাঃ ফ্যারিংটন ও ডাঃ হ্যালবার্ট বলেছেন, মস্তিস্ক ঝিল্লি ও মেরুমজ্জায় রক্ত সঞ্চয়ের ফলে মৃগী রোগ ও সেইজন্য বুদ্ধির জড়তায় Abisintthium কার্যকরী।
ডাঃ অ্যালেন বলেছেন, এবিসিন্থিয়ামের আক্ষেপ প্রথমে মুখে আরম্ভ হয়ে পরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। মৃগীতে ফিটের সময় মূল আরক টিংচার এক ফোঁটা জিহ্বার উপর।
হোমিওপ্যাথি ঔষধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথি ঔষধের ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন