যেসব বছরের সাল চার দিয়ে বিভাজ্য সে সালগুলো অধিবর্ষ এবং শতাব্দীর সালগুলো ৪০০ দিয়ে বিভাজ্য না হলে তা অধিবর্ষ হিসাবে গণ্য করা হয় না। যেসব সাল ৪, ১০০ এবং ৪০০(শতাব্দী) দিয়ে বিভাজ্য সে সালগুলো অধিবর্ষ। সৃষ্টির সবকিছু নিয়মে চলে পৃথিবী তার নিজস্ব কক্ষ পথে সূর্য কে প্রদক্ষিণ করছে প্রতি ঘন্টায় ১০৭১৫২ কিলোমিটার গতিতে এ গতিতে একবার সূর্যকে সম্পূর্ণরূপে পরিভ্রমণ করতে পৃথিবীর প্রায় সময় লাগে ৩৬৫ দিন ০৬ ঘন্টা এই পরিভ্রমণই এক সৌর বৎসর। ৩০ দিনে হয় মাস সেপ্টেম্বর এরুপ এপ্রিল জুন আর নভেম্বর অন্যসব ৩১দিনের ২৮ দিনে ফেব্রুয়ারি অধিবর্ষে ১দিন অতিরিক্ত চার বৎসর গণনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন