আমি মকবুলার রহমান সরকারি কলেজের কমার্সের ছাত্র ১৯৯০-৯১ আমাদের এক স্যার তাবলীগের কাজ করেন ছাত্র হিসেবে স্যারের সাথে প্রতিদিনই দেখা হয় কলেজে ক্যাম্পাস চত্বরে সবশেষে বলেন দাওয়াতের কাজ করো, আমাদের আশেপাশের মসজিদে স্যারের সাথে দাওয়াতের কাজ লাইনে লাইনে হাঁটা তিন দিন, সাতদিন বা চল্লিশ দিনের জন্য আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজে উদ্বুদ্ধ করা।
১৯৪৭ পরবর্তিতে ১৯৬৩ সাল থেকে শুরু হয় তাবলিগ এর বিশ্ব ইজতেমা।
শুক্রবার ১৩ জমাদিউল আউয়াল ১৪৪১হিজরী ১০জানুয়ারী ২০২০ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। একশত ষাট একরের ইজতেমা ময়দান সহ ঢাকার টঙ্গী ও তার আশপাশের এলাকায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো লাখো মুসল্লি এসে ইজতেমায় শরিক হচ্ছেন নিজ নিজ জেলার খিত্তায় বা নির্ধারিত স্থানে। বিদেশি মেহমানদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
ইজতেমা এবারে ৫৫তম সম্মেলনের প্রথম পর্ব তাবলীগের ছয় উসুল কালেমা, নামাজ,এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহীহ নিয়ত ও তাবলীগ বিষয় নিয়ে শুরু হয় এবং রোববার জোহরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটে এবং দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারী শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
তথ্যসূত্র- দৈনিক খবর ১০ জানুয়ারী ২০২০ ও
মানবকণ্ঠ ১১জানুয়ারী ২০২০।
শুক্রবার ১৩ জমাদিউল আউয়াল ১৪৪১হিজরী ১০জানুয়ারী ২০২০ ফজর থেকে আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। একশত ষাট একরের ইজতেমা ময়দান সহ ঢাকার টঙ্গী ও তার আশপাশের এলাকায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো লাখো মুসল্লি এসে ইজতেমায় শরিক হচ্ছেন নিজ নিজ জেলার খিত্তায় বা নির্ধারিত স্থানে। বিদেশি মেহমানদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
ইজতেমা এবারে ৫৫তম সম্মেলনের প্রথম পর্ব তাবলীগের ছয় উসুল কালেমা, নামাজ,এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহীহ নিয়ত ও তাবলীগ বিষয় নিয়ে শুরু হয় এবং রোববার জোহরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটে এবং দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারী শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
তথ্যসূত্র- দৈনিক খবর ১০ জানুয়ারী ২০২০ ও
মানবকণ্ঠ ১১জানুয়ারী ২০২০।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন