হাত হস্ত মনিবদ্ধ কুনই অথবা বগল থেকে আংগুলের অগ্রভাগ পর্যন্ত দেহাংশ। যা পাণি,কর,ভুজ,বাহু নামেও পরিচিত।
আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে চুল দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্য,কান শোনার জন্য,ঘ্রানের জন্য নাক,মুখ কথা বলার ও খাওয়ার জন্য, জিহ্বা স্বাদের জন্য, দাঁত চাবানোর জন্য, হাত কাজের জন্য, খাওয়ার জন্য, শরীরের বাহ্যিক প্রতিটি অঙ্গ হাত দিয়ে স্পর্শ করার জন্য, জনন অঙ্গ বংশ বৃদ্ধি ও শরীরের অপ্রয়োজনীয় পদার্থ এবং মুত্র ত্যাগের জন্য পা চলাফেরার জন্য এ শরীরের দৃশ্যমান অঙ্গ শরীরের ভিতরে আছে হৃদয় হৃদপিন্ড, পিত্ত থলি, কলিজা, ফুসফুস, কিডনি, হাড়, অসংখ্য শিরা উপশিরা, রক্ত, মস্তিষ্ক, চিন্তা ও চেতনা অনুভূতি এতকিছু নিয়েই মানব দেহ সুস্থ মানবদেহ। সুস্থ মানব দেহে যখন অসংগতি দেখা দেয় তখন তার চিত্র ফুটে উঠে চোখে তাই অনেকেই চোখকে বলেছেন মনের আয়না। ফুটে উঠে অন্যান্য অঙ্গেও। ব্যাথা পেলে সাথে সাথেই আমাদের মুখের রং পরিবর্তন হয়ে যায়। বলা হয় বেদনায় নীল হওয়া তাই বেদনার রঙ নীল অনেকেই ভাবেন। হাত, অনেকেই জানে অনেকেই জানে না আমাদের হাত দেখাতে মানা
Elementary Hand.
Square Hand.
Spatulate Hand.
Philosophic Hand.
Conic Hand.
Artist Hand.
Mixed Hand.
হাতের বিভিন্ন রং-
Blackish Plam.
Pinkish Plam.
Blueish Plam.
Reddish Plam.
হাতের আঙুল-
Khotty Fingers.
Square Fingers.
Taping Fingers.
Smooth Fingers.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন