RH

০৫ জানুয়ারী ২০২০

শীত কেন

হয় দিনে সূর্যের কিরণ এর কারণে গরম এবং রাতে সূর্যের কিরণ থাকেনা বলে শীত অনুভূত হয়। সূর্যকে সম্মুখে রেখে পৃথিবী ২৪ ঘন্টায় একবার পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে একে পৃথিবীর আবর্তন গতি বলে। ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪'০৯ সেকেন্ডের একটি আবর্তনের পূর্ণ সময়কে Solar Day সৌর দিন বলে।
সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। পৃথিবী অনেকটা কমলা লেবুর মত তাই সূর্যের আলো একই সময়ে পৃথিবীর ভ-পৃষ্ঠের সকল অংশের উপর সমানভাবে পড়ে না। আবর্তনের সময় যে অংশের উপর সূর্যের আলো পড়ে সে অংশে দিন এবং তার বিপরীত দিকে তখন অন্ধকার বা রাত্রি। চলছে এবং ঘুরছে বলেই দিনরাত্রি হচ্ছে।
সূর্যের আলোতে বা তাপে দিনে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং অপর দিকে রাত্রিতে তাপমাত্রা হ্রাস পায়।
পৃথিবী একটি নির্দিষ্ট পথে বছরে একবার সূর্যের চারদিকে পরিভ্রমণ করে একে সৌর বৎসর বা বার্ষিক গতি বলে।
অরবিটে Orbit ভ্রমণ কালে সূর্য হতে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। সূর্য হতে পৃথিবী যখন বেশী দূরে অবস্থান করে তখন তাঁকে অপসূর Aphelion বলে এবং  যখন কম দূরত্বে অবস্থান করে তখন তাঁকে অনুসূর Perihelion বলে। এই অপসূর এবং অনুসূর অবস্থানের জন্য পৃথীবির আবর্তনের গতির সামান্য পার্থক্য ঘটে অপসূরে গতিবেগ কম এবং অনুসূরে গতিবেগ বেশি। অপসূর অবস্থায় গ্রীষ্ম কাল এবং অনুসূরে শীত কাল।
বলা হয় শীত কাল ছাত্র-ছাত্রীদের পড়ার সময়।
See YouTube Live Space Video

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন