ডাঃ অ্যালেন বলেছেন,অস্থি ক্ষতে অত্যন্ত ব্যথা থাকলে এবং ক্ষত হাড় ভেদ করে অস্থি মজ্জা পর্যন্ত প্রসারিত হতে থাকলে ও স্রাবের সাথে খন্ড খন্ড হাড়ের টুকরা নির্গত হতে থাকলে এবং রোগীর কফি পানের ইচ্ছা প্রবল থাকলে অ্যাঙ্গাষ্টুরা শ্রেষ্ঠ ঔষধ।
ডাঃ কর্নন্ডাকার, বহু রোগীর নীচের চোয়ালের ক্ষত এই ঔষধ দ্বারা আরোগ্য করেন।
ডাঃ হেরিং ধনুষ্টংকার রোগে এই ঔষধ প্রয়োগ করে আরোগ্য করিতেন।
ডাঃ ডনহাম,বেরিং ও বোনিং হোসেন খেচনি, অস্থি ক্ষত ও গ্রীষ্মকালীন উদরাময়ে এই ঔষধ ব্যবহারের পক্ষপাত করছেন।
হোমিওপ্যাথি ওষুধ চিকিৎসকের পরামর্শে সেব্য। হোমিওপ্যাথি ঔষধের ক্রিয়া নাশক ও পরবর্তী ঔষধ রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন