RH

০৩ ফেব্রুয়ারী ২০২০

বাংলা স্বরবর্ণ মালার প্রথম বর্ণ এবং বাংলা স্বরধ্বনির  প্রথটির লেখ্য রুপ।এর উচ্চারণ স্থান কন্ঠ। স্বরধ্বনির সঙ্গে যুক্ত না হলে কোন ব্যঞ্জন ধ্বনিই পূর্ণ রুপে উচ্চারিত হয় না। এজন্য ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ সৌকার্যার্থে স্বরধ্বনির মূল রুপের প্রতিক ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়। স্বরধ্বনির এই প্রতিকের নাম কার।অ-স্বরের 'কার' অদৃশ্য অবস্থায় ব্যঞ্জন ধ্বনির গায়ে আত্ম গোপন করে থাকে। ক+অ=ক,খ+অ=খ,গ+অ=গ।
অকখর অগণন অজ অচ্ছ।
অজিফা অকাতর অতি অলাত।

অই
অছি
অওরত
অগা
অচিন
অচেত
অনুদিন
অভয়
অলি
বর্ণ মালা
বর্ণ মালা।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন