RH

২৩ এপ্রিল ২০২০

সালাতের সময় ও তার ফজিলত

যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে, আর সে তাতে প্রত্যহ পাঁচ বার গোসল করে, তাহলে কি তার দেহে কোন ময়লা থাকবে? তার দেহে কোন রুপ ময়লা থাকবে না- এ হলো পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ, এর মাধ্যমে আল্লাহ তা'আলা(বান্দার) গুনাহ সমূহ মিটিয়ে দেন।বুখারী শরীফ- ইফা।
ফজর- অন্ধকার থাকতে রাতের শেষ প্রহরে সূর্য উদয়ের পূর্বে।
যুহর- সূর্য পশ্চিম দিকে ঢলার পরই যুহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। গরমের দিনে একটু দেরীতে।
আসর- সূর্য উজ্জ্বল ও সতেজ থাকা অবস্থায়।
মাগরিব- সূর্য সম্পূর্ণ অস্ত যেতেই।
ইশা- মহিলা ও শিশুরা ঘুমিয়ে পড়লে,পশ্চিম আকাশের শাফাক অন্তর্হিত হওয়ার পর থেকে রাতের প্রথম এক তৃতীয়াংশের মধ্যে।
মুহাম্মদ ইবন সিনান ও সা'ঈদ ইবন নাযর(র) জাবির ইবন্ 'আবদুল্লাহ (রা) থেকে বর্নিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে,যা আমার পূর্বে কাউকেও দেওয়া হয়নি। (০১) আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে, এক মাস দুরত্বেও তা প্রতিফলিত হয়। (০২) সমস্ত যমীন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে। কাজেই আমার উম্মতের যে কোন লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে। (০৩) আমার জন্য গণিমতের মাল হালাল করে দেওয়া হয়েছে। যা আমার আগে আর কারো জন্য হালাল করা হয়নি। (০৪) আমাকে ব্যাপক শাফা'য়াতের অধিকার দেওয়া হয়েছে। (০৫) সমস্ত নবী প্রেরীত হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য।