RH

২৪ এপ্রিল ২০২০

বিদায় হজ্বের ভাষণ

শুক্রবার ০৯ জিলহজ্জ ১০হিজরী সনে আরাফার দিন দুপুরের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর সমাবেশে হজ্বের সময় এই বিখ্যাত ভাষণ দেন।
তাওহীদ
হামদ ও সানার পর স্বীয় ভাষণে ইরশাদ করেন: আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নেই; তার সমকক্ষ কেউ নেই।
আল্লাহ তাঁর ওয়াদা পূর্ণ করেছেন। তাঁর বান্দাকে সাহায্য করেছেন আর তিনি একাই বাতিল শক্তিসমূহ পরাভূত করেছেন।
ইবাদত
হে আল্লাহর বান্দাগণ‌! আমি তোমাদেরকে আল্লাহর ইবাদত ও তাঁর বন্দেগীর ওসীয়ত করছি এবং এর নির্দেশ দিচ্ছি‌।
আলবিদা
হে লোক সকল! তোমরা আমার কথা শুন। এরপর এ স্থানে তোমাদের সাথে আর একত্রিত হতে পারব কিনা জানিনা।
সাম্য ও ভ্রাতৃত্ব
হে লোক সকল! আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন,হে মানব জাতি তোমাদেরকে আমি একজন পুরুষ ও একজন নারী থেকে পয়দা করেছি এবং তোমাদেরকে সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের পরিচয় জানতে পার।