RH

২৮ এপ্রিল ২০২০

ইতিকাফ

কিছু কালের জন্য বিশেষ নিয়মে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদে আল্লাহর ইবাদতে মশগুল থাকাকে ই'তিকাফ বলা হয়। ই'তিকাফ কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত। আল কুরআনুল হাকীম ০২- ১২৫, ১৮৭।
ইসমাইল ইবন আবদুল্লাহ(র) উমর ইবন খাত্তাব(রা) থেকে বর্নিত, তিনি বলেন,ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' আমি জাহিলিয়্যাতের যুগে মসজিদে হারামে এক রাত ই'তিকাফ করার মানত করেছিলাম, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন; তোমার মানত পুরা কর। তিনি এক রাতের ই'তিকাফ করলেন। বুখারী হাদীস ই'তিকাফ অধ্যায়, তৃতীয় খন্ড-ইফা।
আবদুল্লাহ ইবন আবু  শায়রা(র) আবু হুরায়রা (রা) থেকে বর্নিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে দশ দিনের ই'তিকাফ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিনের ই'তিকাফ করেছিলেন। বুখারী হাদীস ই'তিকাফ অধ্যায় তৃতীয় খন্ড-ইফা।