মুহাম্মদ ইবন সিনান ও সা'ঈদ ইবন নাযর(র) জাবির ইবন্ 'আবদুল্লাহ (রা) থেকে বর্নিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে,যা আমার পূর্বে কাউকেও দেওয়া হয়নি। (০১) আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে, এক মাস দুরত্বেও তা প্রতিফলিত হয়। (০২) সমস্ত যমীন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে। কাজেই আমার উম্মতের যে কোন লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে। (০৩) আমার জন্য গণিমতের মাল হালাল করে দেওয়া হয়েছে। যা আমার আগে আর কারো জন্য হালাল করা হয়নি। (০৪) আমাকে ব্যাপক শাফা'য়াতের অধিকার দেওয়া হয়েছে। (০৫) সমস্ত নবী প্রেরীত হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য।
মুহাম্মদ ইবন বাশশার(র) ইবন 'আবদুর রহমান ইবন্ আবযা তাঁর পিতা (আবদুর রহমান) থেকে বর্ননা করেন যে, আম্মার(রা) বলেছেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে হাত মারলেন তা চেহারা ও হস্তদ্বয় মসেহ করলেন। বুখারী হাদীস,তায়াম্মুম অধ্যায়,প্রথম খন্ড- ইফা।
কুরআনুল হাকীম সূরা ০৪-৪৩,০৫-০৬।
মুহাম্মদ ইবন বাশশার(র) ইবন 'আবদুর রহমান ইবন্ আবযা তাঁর পিতা (আবদুর রহমান) থেকে বর্ননা করেন যে, আম্মার(রা) বলেছেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে হাত মারলেন তা চেহারা ও হস্তদ্বয় মসেহ করলেন। বুখারী হাদীস,তায়াম্মুম অধ্যায়,প্রথম খন্ড- ইফা।
কুরআনুল হাকীম সূরা ০৪-৪৩,০৫-০৬।