সব সময় পবিত্রতা অর্জন অত্যন্ত জরুরী। আমাদের পবিত্রতা অর্জনের তিনটি উপায় হচ্ছে গোসল ও উযূ এবং তায়াম্মুম পবিত্র পানি দ্বারা গোসল ও উযূ সম্পন্ন করা হয় এবং পানি না পাওয়়া গেলে পবিত্র মাটি দ্বারা মুখমন্ডল ও হাত( কুুনই পর্যন্ত) মুুুছে ফেলার ব্যবস্থাকে ইসলামী পরিভাষায় তায়াম্মুম বলে।
ইয়াহিয়া ইবন বুকায়র(র) নু'আয়ম মুজমির(র) থেকে বর্নিত তিনি বলেন,আমি আবু হুরায়রা (রা) এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। তারপর তিনি উযূ করে বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় ডাকা হবে যে, উযূর প্রভাবে তাদের হাত-পা ও মুখ মন্ডল থাকবে উজ্জ্বল। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে।
আবুল ইয়ামান(র) 'উসমান ইবনে 'আফফান(রা) এর আযাদকৃত ব্যক্তি হুমরান(র) থেকে বর্নিত। তিনি 'উসমান (রা) কে উযূর পানি আনতে দেখলেন। তারপর তিনি সে পাত্র থেকে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুয়ে ফেললেন। এরপর তার ডান হাত পানিতে ঢুকালেন। এরপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝেড়ে ফেললেন। এরপর তার মুখমন্ডল তিনবার এবং উভয় হাত তিনবার ধুলেন, এরপর মাথা মসেহ করলেন। এরপর প্রত্যেক পা তিনবার ধোঁয়ার পর বললেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার এ উযূর ন্যায় উযূ করতে দেখেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; যে ব্যক্তি আমার এ উযূর ন্যায় উযূ করে দু'রাক আত সালাত আদায় করবে এবং তার মধ্যে কোন বাজে খেয়াল আনবে না, আল্লাহ তা'আলা তার অতীতের সব গুণাহ মাফ করে দিবেন। বুখারী হাদীস,উযূ অধ্যায়, প্রথম খন্ড- ইফা।
আল কুরআনুল হাকীম সূরা ০৪-৪৩, ০৫-০৬।
ইয়াহিয়া ইবন বুকায়র(র) নু'আয়ম মুজমির(র) থেকে বর্নিত তিনি বলেন,আমি আবু হুরায়রা (রা) এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। তারপর তিনি উযূ করে বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় ডাকা হবে যে, উযূর প্রভাবে তাদের হাত-পা ও মুখ মন্ডল থাকবে উজ্জ্বল। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে।
আবুল ইয়ামান(র) 'উসমান ইবনে 'আফফান(রা) এর আযাদকৃত ব্যক্তি হুমরান(র) থেকে বর্নিত। তিনি 'উসমান (রা) কে উযূর পানি আনতে দেখলেন। তারপর তিনি সে পাত্র থেকে উভয় হাতের উপর পানি ঢেলে তা তিনবার ধুয়ে ফেললেন। এরপর তার ডান হাত পানিতে ঢুকালেন। এরপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ঝেড়ে ফেললেন। এরপর তার মুখমন্ডল তিনবার এবং উভয় হাত তিনবার ধুলেন, এরপর মাথা মসেহ করলেন। এরপর প্রত্যেক পা তিনবার ধোঁয়ার পর বললেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার এ উযূর ন্যায় উযূ করতে দেখেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; যে ব্যক্তি আমার এ উযূর ন্যায় উযূ করে দু'রাক আত সালাত আদায় করবে এবং তার মধ্যে কোন বাজে খেয়াল আনবে না, আল্লাহ তা'আলা তার অতীতের সব গুণাহ মাফ করে দিবেন। বুখারী হাদীস,উযূ অধ্যায়, প্রথম খন্ড- ইফা।
আল কুরআনুল হাকীম সূরা ০৪-৪৩, ০৫-০৬।
উযূর জন্য প্রত্যেকেরই নির্ধারিত স্থান রয়েছে বাড়িতে বা মসজিদে। উযূর যেমন নিয়ম রয়েছে তেমনি উযূর অবশিষ্ট ও ব্যবহৃত পানি ব্যবহারের নিয়মও রয়েছে।