RH

১২ মে ২০২০

২ রমযান

সা'ঈদ ইবন ইয়াহইয়া ইবন সা'ঈদ আল উমারী আল কুরাশী(র) আবু মূসা(রা) থেকে বর্নিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ! ইসলামে কোন কাজটি উত্তম? তিনি বললেন,যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে।
বুখারী হাদীস, ঈমান অধ্যায়, প্রথম খন্ড- ইফা।

➡️ ০৪,

দরুদ পাঠ-
আরবী উচ্চারণ- আল্লহুম্মা স্বল্লি আলা মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ কামা স্বল্লাইতা আলা ইব্রাহীম, ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ, আল্লহুম্মা বারিক আল মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহীম, ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামীদুম মাজীদ।

বাংলা উচ্চারণ- হে আল্লাহ! তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর রহমত বর্ষণ কর, যেভাবে রহমত বর্ষণ করেছ ইব্রাহীম (আ) ও তার পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! বরকত অবতীর্ণ কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর, যেভাবে তুমি বরকত নাযিল করেছ ইব্রাহীম (আ:) ও তার পরিবার- পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।

সিয়াম পালন ও দিন- রাত্রির পর্যালোচনা- পর্যবেক্ষণ:

১৪৪৪- ২০২৩ শনিবার  

২০২৫- ০৩- ০৩ সোমবার এখন রাতের শেষ প্রহর খাওয়া দাওয়া এরপর সলাতে ফজর ফরজ আদায়ের অপেক্ষা