RH

১২ মে ২০২০

৩ রমযান

কুতায়বা (র) আবদুল্লাহ ইবন'আমর(রা) থেকে বর্নিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজ সবচাইতে উত্তম? তিনি বললেনঃ তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত- অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম করবে।
বুখারী হাদীস, ঈমান অধ্যায়,প্রথম খন্ড-ইফা।
আল কুরআনুল মাজীদ সূরা বাকারা আয়াত-১৮৩।

➡️ ০৫

সূরা নাছর ১১০( মাদানী,রুকু০১) 

আরবী উচ্চারণ- 

০১) ইযা জ্বাআ নাছরুল্লাহি অলফাতহু। 

০২) অরাআইতান নাছা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি অফওয়াজ্বা। 

০৩) ফাছাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু; ইন্নাহু কানা তাওয়্যাবা।

বাংলা উচ্চারণ- 

০১)যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,

০২) এবং আপনি লোকদের দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,

০৩) তখন আপনি রব্বের সপ্রশংস পবিত্রতা- মহিমা বর্ণনা করতে থাকুন এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করতে থাকুন। বস্তূত: তিনি তো অতিশয় তওবা কবুলকারী।

আরবী উচ্চারণ- সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগ ফিরলী।

বাংলা উচ্চারণ- হে আমাদের প্রতিপালক আল্লাহ! তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি। হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও।
সূরা নাছর অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় "সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগ ফিরলী" পাঠ করতেন।


দরুদ পাঠ-
আরবী উচ্চারণ- আল্লহুম্মা স্বল্লি আলা মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ কামা স্বল্লাইতা আলা ইব্রাহীম, ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ, আল্লহুম্মা বারিক আল মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহীম, ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামীদুম মাজীদ।

বাংলা উচ্চারণ- হে আল্লাহ! তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর রহমত বর্ষণ কর, যেভাবে রহমত বর্ষণ করেছ ইব্রাহীম (আ) ও তার পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! বরকত অবতীর্ণ কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর, যেভাবে তুমি বরকত নাযিল করেছ ইব্রাহীম (আ:) ও তার পরিবার- পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।