আবুল ইয়ামান(র) আবদুল্লাহ ইবন উমর (রা) বলেন, একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতের (আদায়ের) পদ্ধতি কি? তিনি বললেনঃ দু' রাকা'আত করে,আর ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলে এক রাকা'আত মিলিয়ে বিতর আদায় করে নিবে।
উবায়দুল্লাহ ইবন মূসা (র) আয়শা (রা) থেকে বর্নিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তের রাকা'আত সালাত আদায় করতেন, বিতর এবং ফজরের দু'রাকা'আত (সুন্নত) ও এর অন্তর্ভুক্ত।
আবদুল্লাহ ইবন মাসলামা (র) আবু হুরায়রা (রা) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহামহিম আল্লাহ তা'আলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকা কালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন; কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব, কে আছে এমন, যে আমার কাছে চাইবে? আমি তাকে তা দিব, কে আছে এমন, যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।
বুখারী হাদীস, তাহাজ্জুদ অধ্যায়, দ্বিতীয় খণ্ড- ইফা।