মুহাম্মদ ইবন আবু ইয়াকুব কিরমানী(র) আনাস ইবন মালিক (রা) বর্নিত, তিনি বলেন আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,যে ব্যক্তি পছন্দ করে যে, তার জীবিকা বৃদ্ধি হোক অথবা মৃত্যুর পর তাঁর সুনাম থাকুক, তবে সে যেন আত্মীয়ের সাথে সদাচরণ করে। বুখারী হাদীস,ক্রয়-বিক্রয় অধ্যায়, চতুর্থ খণ্ড-ইফা।
সূরা কাফিরুন, সূরা নছর, সূরা এখলাছ, সূরা ফালাক, সূরা নাস বিসমিল্লাহির রাহমানির রাহীম সহকারে শুরু করে বিসমিল্লাহির রাহমানির রাহীম সহকারেে শেষে সফরে বের হলে ফিরে আসার সময় সফরের সরঞ্জামাদি বৃদ্ধি প্রাপ্তি হয়-তাফসিরে মারেফুল কোরআন,,।