বই পড়ি অনেক দিন থেকেই। কখনো নজরুল পাঠাগার-পন্চগড় থেকে নিয়ে বাপ ছিল নজরুল পাঠাগারের আজীবন সদস্য তিনি বই নিয়ে আসতেন আমিও পড়তাম আওলাদ হিসেবে এভাবেই হাসতে খেলতে বন্ধু ও ছাত্র ইউনিয়নের ভাইদের মাধ্যমে সেবা প্রকাশনীর বই পড়া শুরু কতশত বইযে এই প্রকাশনীর বই পড়া হয়েছে হিসাব করা মুশকিল। অফিসে কাজের ফাঁকেও পড়তাম পড়তে পড়তে একদিন দেখি আমাদের এম,ডি স্যারের ড্রয়ারে অনেক গুলো ওয়েষ্টান বই আমি আবার হিসাব রক্ষকতো তাই একদিন আমার টেবিলে একখানা রহস্য পত্রিকা দেখে বললেন তুমি রহস্য পত্রিকা পড়'ও বললাম জ্বী স্যার।
টাকা দিয়ে বইয়ের স্বত্ব কিনে নিয়ে ইচ্ছে মতো পড়তাম তারপর কেহ পড়তে চাইলে দিতাম। মানুষ আবার আজব কিছিমের বই নিয়ে ভূলে যায় কষ্ট করে গিয়ে মনে করিয়ে দিয়ে ফেরৎ আনতে হয়। অনেক বই সংগ্রহে ছিল রাখার অসুবিধায় পরে তা বিক্রি করে দেওয়া হয় প্রথম অবস্থায় বই কেনার টাকা আসতো বাপের ঠিকাদারি কাজের ভাংড়ী ও কাগজের সিমেন্টের বস্তা বিক্রি করে পরে নিজ অর্থে।
এভাবেই পড়তে পড়তে একদিন প্রকাশনীতে চিঠি লিখলাম,,, উত্তর
এভাবেই পড়তে পড়তে একদিন প্রকাশনীতে চিঠি লিখলাম,,, উত্তর