এক ছিল রাজা। সুখী ও সমৃদ্ধ রাজ্য। রাজার ছেলে মেয়ে আছে। পরিনত বয়স। রাজার ছেলের ইচ্ছে হলো অরন্যে যাবে প্রাণী শিকারে। যথারীতি সব ব্যবস্থা করা হলো মাঝ বর্ষায় রাজার ছেলে বন্ধু বান্ধব ও সৈন্য নিয়ে অরন্যে গেল শিকারে। বর্ষায় প্রকৃতি সতেজ থাকে বৃষ্টিতে সবকিছু নতুন উদ্যমে বেড়ে ওঠে চারিদিকে সবুজের সমারোহ চোখে পড়ে মন চঞ্চল হয়ে ওঠে। শিকারে রাজার ছেলে বাঘের আক্রমণে পিঠে মারাত্মক জখম নিয়ে ফেরৎ আসে। রাজ চিকিৎসককে ডাকা হলো চিকিৎসা দিল কিন্তু কিছুতেই ঘা শুকায় না মুশকিল অনেক ভেবে চিকিৎসক ব্যবস্থা দিলেন শিশুর বিষ্ঠা লাগবে শুকনো তাও আবার সাত বৎসর বয়সী ছেলের। রাজ্যে ঢোল পিটানো হলো রাজা পুরস্কার ঘোষণা করলেন সাত বৎসর বয়সী ছেলের ওজনের সমপরিমাণ স্বর্ণ, ধনরত্ন দান করবেন যে এনে দিতে পারবে তাকে। বর্ষার মৌসুমে কে কোথায় পাবে শুকনো বিষ্ঠা এতো বের হয় তরল ও নরম অবস্থায়।
শীতের সকাল গৃহস্থ বাড়ি পশ্চিমে ফাঁকা উত্তরে গোয়াল পূর্বে ঘর দক্ষিণে রান্নার ঘর প্রসস্থ উঠানে শিশু ও বৃদ্ধদের