RH

১৯ জুলাই ২০২০

যুহর সালাতের ফযীলত

কুতাই'বা(র)... আবু হুরায়রা(রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটা যুক্ত ডাল দেখে তা সরিয়ে ফেললো। আল্লাহ তা'আলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুণাহ মাফ করে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: শহীদ পাঁচ প্রকার
(০১) প্লেগে মৃত ব্যক্তি।
(০২) কলেরায় মৃত ব্যক্তি।
(০৩) নিমজ্জিত ব্যক্তি।
(০৪) চাপা পড়ে মৃত ব্যক্তি।
(০৫) আল্লাহর পথে' শহীদ।
তিনি আরও বলেছেন: মানুষ যদি আযান দেওয়া, প্রথম কাতারে সালাত আদায় করার কি ফযীলত তা জানত, কুরআহর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়া সে সুযোগ না পেত, তাহলে কুরআহর মাধ্যমে হলেও তারা সে সুযোগ গ্রহণ করত। আর আউয়াল ওয়াক্ত (যুহরের সালাতে যাওয়ার) কী ফযীলত তা যদি মানুষ জানত, তাহলে এরজন্য তারা অবশ্যই সর্বাগ্রে যেত। আর ইশা ও ফজরের সালাত ( জামা'য়াতে) আদায়ে কী ফযীলত, তা যদি জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা (জামা'য়াতে) উপস্থিত হতো।
আযান অধ্যায়, দ্বিতীয় খন্ড, বুখারী হাদীস- ইফা।