RH

১৮ জুলাই ২০২০

ফজর সালাতের ফযীলত

মুসাদ্দাদ(র)...জারীর'ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন,একরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলেন। হঠাৎ তিনি পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন,শোন: এটি যেমন দেখতে পাচ্ছ তোমাদের প্রতিপালককে তোমরা তেমনি দেখতে পাবে। তাকে দেখতে তোমরা ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই তোমরা যদি সূর্য উঠার আগের সালাত ও সূর্য ডুবার আগের সালাত আদায়ে সমর্থ হও, তাহলে তাই কর। তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেন " সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসায় তাসবীহ পাঠ করুন"। আবু আবদুল্লাহ (ইমাম বুখারী) (র) বলেন, ইবন শিহাব (র)... জারীর(রা) থেকে আরো বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,'তোমরা তোমাদের প্রতিপালককে খালি চোখে দেখতে পাবে।
সালাতের ওয়াক্ত সমূহ, দ্বিতীয় খন্ড, বুখারী হাদীস- ইফা।
'নিশ্চয়ই সালাত মু'মিনদের উপর নির্ধারিত ফরয'