RH

২১ অক্টোবর ২০২০

ম্যাজিক ও ভেলকি

 বাড়ির পাশে ইজলাস যাকে বলে এজলাস। হাকীম আছেন, লেখক আছে,সেরেস্তা যেমন অনেক তেমনি অনেক মানুষো আসে এখানে কাজ জমি সংক্রান্ত আগে অনেক বেচাকেনা হয় এখন কিছুটা কমেছে তাই ম্যাজিক, ভেলকি ও যাদু দেখানোর মানুষদের আনাগোনাও কিছুটা কমেছে। আবুল কালাম আজাদ নামে একজন মুখে বিড়ি নিয়ে বলতো "বাচ্চা লোক তালি বাজাও" আমরা বাজাতাম তিনি দাঁতের মাজন বিক্রি করতেন, আর একজন ছিলেন চাঁন মিয়া আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতো তারা অদ্ভুত সব ভেলকি দেখাতো একদিন দুপুরে মজমা দেখে আমিও কাছে গেলাম কিন্তু যেতে মানা, বাচ্চাদের প্রবেশ নিষেধ আমার সাথে আরও দুই এক জন জড়ো হলো নীচু হয়ে পায়ের ফাঁকে দেখি দাঁড়ানো মানুষদের বৃত্তে মাটিতে চাঁদর বিছানো আর ভেলকি বাজ ভেলকি দেখায় আর বলে পকেট সাবধান সঙ্গে "টপলা" একটু পর গুঞ্জন শোনা গেল আমার টপলা নাই, ভেলকি বাজ- দাড়ান আস্তে আস্তে খেলা দেখুন বীচি সহ পুরো মর্দাম্গী ফেরত পেতে হলে,,,,,

ভেলকি হাতের কারসাজি সঙ্গে,,, 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন