RH

১৬ ডিসেম্বর ২০১৮

পান কৌড়ি।

পান কৌড়ি দেখতে কিছুটা 'বক' এর মতো তবে ঠোঁট ও পা হাঁসের মতো তবে একদম কালো স্ত্রী-পুরুষ উভয়। আকারে বিশ ইঞ্চি,ওজন ৫০০ গ্রাম থেকে ১৫০০ গ্রাম। এরা জলাভূমি অঞ্চলে বাস করে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই। মাছ এদের প্রধান খাদ্য। এরা দলবদ্ধভাবে থাকে। পানিতে ডুব দিয়ে সাঁতার কেটে মাছ ও খাদ্য সংগ্রহ করে। এরা ভালো ডুব সাঁতারে অনেক ক্ষণ পানিতে ডুবে থাকে এদের দেখার জন্য অপেক্ষা করতে হয় ডুবে আবার উঠে এবং ডুবে খাদ্য সংগ্রহের জন্য এরপর এরা খাল-বিল, ডোবা-পুকুর, নদী থেকে উঠে পাড়ে বা বালুচরে দাঁড়িয়ে দু-ডানা মেলে রোদে দাড়িয়ে থাকে আবার আগামীতে ডুবতে যে হবে তাই।
পানকৌড়ি উরন্ত পাখি খুব ভালো উড়ে স্ব-ভাবজাত ডাঙ্গায় এরা যে ভাবে দাঁড়িয়ে দু-ডানা মেলে নিজেদের রোদে গরম করে নেয় ঠিক সে ভাবে এরা উরে দলবদ্ধভাবে উড়োজাহাজের মতো। সবার আগে দলনেতা এবং চমৎকার এদের সমন্বয়। আকাশে তাকিয়ে থাকার মতো দৃশ্য কিছু দুর পরপরই এরা দলনেতা বা পথপ্রদর্শক পরিবর্তন করে নেতাকে যে আগে থাকতে এবং উড়তে যে হবে তাই। পেছনে যে কিছুক্ষণ পর সে আগে আবার আগে যে সে পেছনে উড়তেই থাকে এভাবে নির্ধারিত স্থান বা ঘরে না ফেরা পর্যন্ত।
খাদ্যের সন্ধানে দূরে গেলেও জলাভুমির কাছাকাছি গাছের উপর,ঝোপ-ঝাড় ও মাটিতেও এরা বাসা বানায়। জুন থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এদের প্রজননের সময়। অনেকটা সবুজ রঙের ০৩ থেকে ০৬টি ডিম পাড়ে। এদের সংখ্যা দিন দিন কমে আসছে বিভিন্ন জরিপ-জার্নাল রিপোর্টে তা দৃষ্টি গোচর হচ্ছে অনলাইন বা ওয়েব সার্চে।
আমাদের অঞ্চলে বিভিন্ন পুকুর বা ডোবায় এখন বরশি ফাঁদ নামের একধরনের ফাঁদ মাছ চাষীরা ব্যবহার করছেন দেখা যাচ্ছে তাতে পুকুরের পানির কিছুটা উপরে সুতার সাথে বরশি বাঁধা থাকে পানির উপর দিয়ে পানকৌড়ি ও অন্যান্য পাখি উড়ে গেলে বরশি ডানায় লেগে ঝুলে থাকে কখনো শিকারীর পেটে কখনো ঝুলে থেকে মরণ।
Little Cormorant.
Little Cormorant [Phalacrocorax Niger]
তথ্য সূত্র[azadqn@gmail.com]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন